ইলন মাস্ক
ইলন মাস্ক, এমন একজন ব্যক্তি, যিনি ধীরে ধীরে বদলে দিচ্ছেন গোটা বিশ্বকে। তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। ইলন মাস্ক ইতিমধ্যেই 252 বিলিয়ন ডলারের মালিক। ইলন মাস্কের জন্ম 28 জুন, 1971 সালে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া নামক জায়গায়। মাত্র 12 বছর বয়সে মহাকাশ যুদ্ধ নিয়ে বানানো কম্পিউটার গেম ‘ব্লাস্টার’ তৈরি করেন। আর সেই গেম তিনি 500 ডলারে বিক্রি করেছিলেন। তারপর থেমে থাকেননি তিনি। 2002 সালে তিনি প্রতিষ্ঠা করেন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। তারপরে 2004 সালে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি ‘টেসলা’ প্রতিষ্ঠা করেন তিনি। 2017 সালে নিউরালিংক প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। ফলে বলা যেতেই পারে, তিনি একা বদলে দিচ্ছেন ভবিষ্যৎ প্রযুক্তির গতি-প্রকৃতি।