Tesla In India: ভারতে সম্প্রসারণ শুরু, যদিও এখানেই গাড়ি তৈরিতে এখনও নিমরাজি Elon Musk-এর সংস্থা!
Elon Musk Tesla: মুম্বইয়ের কুরলা ওয়েস্টের লোধা লজিস্টিক্স পার্কে ২৪ হাজার ৫৬৫ বর্গফুট জায়গা লিজ নিল তারা। জানা গিয়েছে, সেখানে তারা ওয়্যারহাউস বানাতে চলেছে।

ভারতে ইতিমধ্যেই অফিস ও শোরুমের জন্য জায়গা নিয়েছিল আমেরিকান গাড়ি প্রস্তুতকারক টেসলা। এবার মুম্বইয়ের কুরলা ওয়েস্টের লোধা লজিস্টিক্স পার্কে ২৪ হাজার ৫৬৫ বর্গফুট জায়গা লিজ নিল তারা। জানা গিয়েছে, সেখানে তারা ওয়্যারহাউস বানাতে চলেছে। আর তারপরই জল্পনা শুরু হয়েছে ঠিক কবে থেকে ভারতে মিলবে ইলন মাস্কের সংস্থার ইলেকট্রিক গাড়ি।
জানা গিয়েছে, লোধা ডেভেলপার্সের থেকে ওই জায়গা ৫ বছরের লিজে নিয়েছে টেসলা মোটর ইন্ডিয়া। এই জায়গার রেজিস্ট্রেশন হয়েছে ১৬ মে। মাসিক ৩৭ লক্ষ ৫৩ হাজার টাকার বিনিময়য়ে এই জায়গা লিজে নিয়েছে টেসলা। ৫ বছরে সব মিলিয়ে প্রায় প্রায় ২৪ কোটি টাকা খরচ করবে মার্কিন এই সংস্থা।
ইলন মাস্কের সংস্থার পুরো কাজের সঙ্গে যুক্ত থাকা এক ব্যাক্তির কথা অনুযায়ী এই জায়গা টেসলা হয়তো তাদের সার্ভিস সেন্টার হিসাবে ব্যবহার করবে। যদিও এত কিছুর মধ্যেও সংস্থা ভারতে কবে থেকে গাড়ি তৈরি করবে সেই প্রশ্নের উপর কালো মেঘের ঘনঘটা লক্ষ করা গিয়েছে।
ইতিমধ্যে, কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী জানিয়েছেন, ইলন মাস্কের সংস্থা এখনও পর্যন্ত সরকারি প্রকল্পের মধ্যে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেনি। ফলে, এই কথা বলাই যায় যে আপাতত ভারতে গাড়ি তৈরি না করে বিদেশের কারখানা থেকে গাড়ি আমদানি করে টেসলা ভারতের বাজার ধরতে চাইছে।
