
ঠিক কবে থেকে ভারতে তাদের পরিষেবা শুরু করবে এই নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানায়নি ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ক। তবে তারা যেভাবে একের পর এক কাজ করে চলেছে তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়িই ভারতে তাদের পরিষেবা শুরু করতে চলেছে এই সংস্থা। ইতিমধ্যেই তারা Aadhaar পরিষেবা প্রদানকারী সংস্থা UIDAI-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। জানা গিয়েছে, কেওয়াইসির জন্যই এই চুক্তি করেছে ইলন মাস্কের এই সংস্থা।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডট স্টারলিঙ্ককে সমস্ত প্রয়োজনীয় অনুমোদন দিয়ে দিয়েছে। ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার।
এত কিছু হয় গেলেও কিছু কাজ এখনও বাকি রয়ে গিয়েছে। আর সেই কারণেই এখনও পরিষেবা চালু করতে পারেনি ইলন মাস্কের সংস্থা। তবে জানা গিয়েছে খুব দ্রুতই এগোচ্ছে সেই সব কাজ। আর কোনও ধরনের জটিলতা ছাড়াই যাতে পরিষেবা দিতে পারে স্টারলিঙ্ক, সেই কারণেই তারা গাঁটছড়া বাঁধছে UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে। উল্লেখ্য, স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে যে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে তার মাধ্যমে তারা ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দিয়ে সক্ষম হবে। অর্থাৎ, যে সব জায়গায় সাধারণ ইন্টারনেট পৌঁছতে পারে না, সেখানেও পৌঁছে যেতে পারবে স্টারলিঙ্ক।