এক মাসে বেড়েছে ২১ লক্ষ চাকরি, EPFO-র তথ্যে খুশির খবর দেশের মানুষের জন্য!

Employees' Provident Fund Organisation: জুন মাসে যুক্ত হওয়া নতুন সদস্যদের ৬০ শতাংশের বেশি ১৮ থেকে ২৫ বছরে বয়সী। যা মে মাসে ছিল মাত্র ১৪ শতাংশের কিছু বেশি।

এক মাসে বেড়েছে ২১ লক্ষ চাকরি, EPFO-র তথ্যে খুশির খবর দেশের মানুষের জন্য!
ফাইল চিত্রImage Credit source: Getty Images

Aug 21, 2025 | 5:38 PM

দেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্র্যাজুয়েট যুবক, যুবতীর সংখ্যা। কিন্তু চাকরি কি বেড়েছে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও বলছে শুধুমাত্র জুন মাসেই চাকরি পেয়েছেন ২১ লক্ষ ৮০ হাজার মানুষ। এই সংখ্যা মে মাসের ২০ লক্ষের তুলনায় ৮.৯ শতাংশ বেশি।

ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বলছে, এই বৃদ্ধি দেখায় কীভাবে যুব সমাজ চাকরি করার সুযোগ পাচ্ছে। জুন মাসে যুক্ত হওয়া নতুন সদস্যদের ৬০ শতাংশের বেশি ১৮ থেকে ২৫ বছরে বয়সী। যা মে মাসে ছিল মাত্র ১৪ শতাংশের কিছু বেশি।

তথ্য বলছে, শুধু জুন মাসেই ৪ লক্ষ ৭০ হাজার মহিলা যুক্ত হয়েছেন ইপিএফওতে। মে মাসের তুলনায় চাকরিতে মহিলাদের সংখ্যা বেড়েছে ১০.৩ শতাংশ। যদিও গত বছরের জুন মাসের তুলনায় এই সংখ্যা বেড়েছে ১.৩৪ শতাংশ।

জুন মাসে চাকরি পাওয়া মানুষদের মধ্যে ২০ শতাংশের বেশি মানুষ মহারাষ্ট্রের। তথ্য বলছে, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ ও তেলঙ্গনার মতো রাজ্য চাকরি পাওয়ার তালিকায় ৫ শতাংশের বেশি অংশ দখল করে।