EPFO 3.0 Rules: প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়মে কী কী বদল হল?

Employees' Provident Fund Organisation: চাকরি গেলে কী হবে? আগে ২ মাস বসে থাকলে পুরো টাকা তোলা যেত। এখন নিয়ম বলছে, চাকরি যাওয়ার এক মাস পর আপনি ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন। কিন্তু বাকি ২৫ শতাংশ বা পুরো টাকা পেতে আপনাকে ১২ মাস অপেক্ষা করতে হবে।

EPFO 3.0 Rules: প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়মে কী কী বদল হল?
প্রয়োজন হলেই এবার মিলবে টাকা!Image Credit source: Getty Images

Dec 23, 2025 | 4:12 PM

যাঁরা বেসরকারি চাকরি করেন, তাঁদের বেসিরভাগেরই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে অ্যাকাউন্ট রয়েছে। আর সেখানে প্রতিটা সংস্থাই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে। আর একটা পরিমাণ টাকা কেটে নেয় ওই কর্মচারীর বেতন থেকে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নেতৃত্বে ইপিএফও ৩.০-এর নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি।

চাকরি গেলে কী হবে? আগে দু’মাস বসে থাকলে পুরো টাকা তোলা যেত। এখন নিয়ম বলছে, চাকরি যাওয়ার এক মাস পর আপনি ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন। কিন্তু বাকি ২৫ শতাংশ বা পুরো টাকা পেতে আপনাকে ১২ মাস অপেক্ষা করতে হবে।

সুখবর কোথায়? আপনার বা পরিবারের কারওর বিয়ের জন্য এখন থেকে মোট ৫ বার পিএফ থেকে টাকা তুলতে পারবেন। এ ছাড়াও ছেলেমেয়ের উচ্চশিক্ষার জন্য এই সুযোগ মিলবে ১০ বার পর্যন্ত। আগে যা ছিল অনেক কম।

বাড়ি কেনা, জমি কেনা বা সংস্কারের জন্য এখন মাত্র ১২ মাসের চাকরি হলেই আপনি আবেদন করতে পারবেন। চিকিৎসার ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য। লকআউট বা সংস্থা বন্ধ হওয়ার ক্ষেত্রেও ৭৫ শতাংশ টাকা তৎক্ষণাৎ মিলবে। তবে ২৫ শতাংশ ব্যালেন্স রাখতে হবে অ্যাকাউন্টে। এ ছাড়াও এই পুরো প্রক্রিয়া এবার আপনি করতে পারবেন ডিজিটালি। অর্থাৎ, কাগজপত্রের ঝক্কি কমিয়ে সরাসরি অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করলেই দ্রুত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।