
চাকরিজীবীদের ভরসার একটা জায়গা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এই ফান্ড পরিচালনা করে EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। পিএফ অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয় কর্মচারীর মাইনে থেকে। আর সমপরিমাণ টাকা দেয় ওই ব্যক্তি যে সংস্থায় কর্মরত, তারা।
পিএফ অ্যাকাউন্টের টাকা কর্মজীবনের মাঝে বিভিন্ন কারণে তোলা যায়। অসুস্থতা, শিক্ষা, বিয়ে বা বাড়ি কেনার মতো কোনও কারণ থাকলে তোলা যায় প্রভিডেন্ট ফান্ডের টাকা। এ ছাড়াও ১০ বছরে বেশি সময় যদি পিএফ অ্যাকাউন্টে টাকা জমা থাকে তাহলে ওই ব্যক্তি পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন।
কিন্তু, একটা নির্দিষ্ট সীমার বেশি টাকা যদি তোলা হয়, তাহলে ওই কর্মচারী ভবিষ্যতে পেনশন নাও পেতে পারেন। কোনও কর্মচারী যদি তাঁর পিএফ অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা তুলে নেন তাহলে তিনি ভবিষ্যতে আর পেনশন পাবেন না। এ ছাড়াও কোনও ব্যক্তি ১০ বছরের কম সময় প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখেন, সে ক্ষেত্রেও পেনশন পান না তিনি।
ইপিএফওর নিয়ম অনুযায়ী কোনও কর্মচারী তাঁর অ্যাকাউন্টে ১০ বছর ধরে টাকা জমা করলে তিনি পেনশোন পাওয়ার যোগ্য হন। তবে সেই টাকাও চাইলেই তোলা যায় না। ওই ব্যক্তির বয়স ৫০ পার হলেই তিনি সেই পেনশন দাবি করতে পারেন।