
প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বিরাট এক ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তাঁর এই ঘোষণা বাস্তবে পরিণত হলে উপকৃত হবেন আপনার-আমার মতো মানুষ। দ্রুত তহবিল থেকে টাকা তোলার প্রয়োজন হলে বর্তমান নিয়মের অধীনে অটো সেটেলমেন্ট হয় ১ লক্ষ টাকার।
ইপিএফও-র নিয়ম অনুযায়ী ১ লক্ষ টাকা পর্যন্ত তোলার ক্ষেত্রে ৩ দিনের মধ্যে অটো সেটেলমেন্ট মোডে টাকা পাওয়া যায়। আর এবার সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী।
ইপিএফও অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তুলতে গেলে আগে ১ লক্ষের উপর টাকা তোলার ক্ষেত্রে অনেক ধরণের প্রক্রিয়ার সম্মুখীন হতে হত। বর্তমানে ৫ লক্ষ টাকা পর্যন্ত সেই প্রক্রিয়াকে সহজ করে দেওয়া হয়েছে। অনলাইনে এই অগ্রিম টাকা তোলার ব্যবস্থা চালু হয়েছিলও কোভিড মহামারির সময়ে। পরবর্তীতে অসুস্থতা, শিক্ষা, বিয়ে ও বাড়ি কেনার জন্য অর্থের প্রয়োজন হলে প্রভিডেন্ট ফান্ড থেকে অটো সেটেলমেন্ট মোডে টাকা তোলা যায়।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২৪ অর্থবর্ষে ৮৯ লক্ষ ৫০ হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল অগ্রিম তোলার জন্য। ২০২৫ অর্থবর্ষে সেই সংখ্যা বৃদ্ধি পায় ১৬১ শতাংশ। এই বছর ২ কোটি ৩৪ লক্ষ অ্যাপ্লিকেশন এসেছে ইপিএফওর কাছে।
তিনি আরও বলেন, ২০২৪ অর্থবর্ষে ৩১ শতাংশ অ্যাপ্লিকেশন অটো সেটেলমেন্ট হয়েছিল। অন্যদিকে, ২০২৫ অর্থবর্ষে অটো সেটেলমেন্টের পরিমাণ ছিল ৫৯ শতাংশ।