৬২১০ কোটির প্রতারণা, ইডির হাতে গ্রেফতার UCO ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান

ED: প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, গোয়েল ইউকো ব্যাঙ্কের চেয়ারম্যান থাকাকালীন সিএসপিএল-কে বিপুল ঋণ পাইয়ে দেওয়া হয়েছিল। এরপর সেই টাকা নানা অ্যাকাউন্টে পাঠানো হয় এবং আর্থিক তছরুপ করা হয়।

৬২১০ কোটির প্রতারণা, ইডির হাতে গ্রেফতার UCO ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

May 19, 2025 | 2:17 PM

মুম্বই: গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ গোয়েল। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, ৬২১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর উপরে। ইডি আজ তাঁকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানকে। কলকাতায় সিবিআই প্রথম এই মামলায় এফআইআর করে। এরপর ইডি তদন্ত শুরু করে। মোট ৬২১০ কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ।

কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড সহ একাধিক সংস্থা সংক্রান্ত বিপুল আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানকে। গত ১৭ মে তাঁকে কলকাতার পিএমএলএ বিশেষ আদালতে পেশ করে ইডি। আগামী ২১ মে পর্যন্ত গোয়েলকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে।

ইডি সূত্রে খবর, গোয়েল ইউকো ব্যাঙ্কের চেয়ারম্যান থাকাকালীন সিএসপিএল-কে বিপুল ঋণ পাইয়ে দেওয়া হয়েছিল। এরপর সেই টাকা নানা অ্যাকাউন্টে পাঠানো হয় এবং আর্থিক তছরুপ করা হয়। এর বদলে গোয়েল কনকাস্ট স্টিলের কাছ থেকে বেআইনিভাবে নানা সুযোগ-সুবিধা পেয়েছিল। নগদ টাকা, স্থাবর সম্পত্তি, লাক্সারি পণ্য, দেশ-বিদেশের হোটেল বুকিং সহ একাধিক সুবিধা নিয়েছিলেন। বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে আর্থিক তছরুপ করা হত।

২২ এপ্রিল ইডি ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তাঁর কাছ থেকে বেশ কিছু ঘুষের পণ্যও বাজেয়াপ্ত করা হয়। এর আগে এই মামলাতেই ৫১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। গ্রেফতার করা হয় সিএসপিএল-র প্রোমোটার সঞ্জয় সুরেখাকে।