EPF Interest: চাকরি ছাড়ার পরেও কী EPF অ্যাকাউন্ট সক্রিয় থাকে বা টাকা করমুক্ত হয়? জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 10, 2023 | 6:10 AM

EPF: একবার ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলে কোনও সুদ পাওয়া যায় না। তবে যতক্ষণ সক্রিয় থাকে অর্থাৎ মাসিক টাকা পড়া বন্ধ হওয়ার পরেও ৩ বছরের জন্য EPF অ্যাকাউন্টে জমা টাকার উপর সুদ দেওয়া হয়।

EPF Interest: চাকরি ছাড়ার পরেও কী EPF অ্যাকাউন্ট সক্রিয় থাকে বা টাকা করমুক্ত হয়? জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: আপনি কি কখনও আপনার বেতন স্লিপ (Pay slip) দেখেছেন? সেটিতে আপনি দেখতে পাবেন, প্রতি মাসে EPFO-র জন্য কত ​​টাকা কাটা হয়। এর একটি অংশ আপনার কর্মচারী ভবিষ্য তহবিল (EPF অ্যাকাউন্ট) অ্যাকাউন্টে যায়, বাকি পরিমাণ পেনশন অ্যাকাউন্টে যায়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন চাকরি ছেড়ে দিলে এই টাকার কী হবে? এটা কি আপনাকে করমুক্ত (Tax free) আয় প্রদান করে?

ইপিএফ-এ আপনি যে সুদ পাবেন তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত করমুক্ত। একই সময়ে, অবসরের সময় আপনি যে পরিমাণ টাকা পান তাও কিছু শর্ত-সহ করমুক্ত। কিন্তু খুব কম লোকই জানেন যে, অবসর নেওয়ার পরে বা চাকরি ছাড়ার পরে আপনি কতক্ষণ এই টাকা আপনার ইপিএফ অ্যাকাউন্টে রাখতে পারবেন। কত পরিমাণ পর্যন্ত টাকা করমুক্ত, তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে। এখানে জেনে নিন বিস্তারিত।

চাকরি ছাড়ার পর কতক্ষণ EPF অ্যাকাউন্ট সক্রিয় থাকে?

চাকরি ছাড়া বা অবসর নেওয়ার পরে আপনার EPF অ্যাকাউন্টে মাসিক টাকা পড়া বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে আপনার EPF অ্যাকাউন্ট শুধুমাত্র ৩৬ মাস অর্থাৎ ৩ বছরের জন্য সক্রিয় থাকে। এর পর তা নিষ্ক্রিয় হয়ে যায়। আপনি যদি ৪০ বছর বয়সে চাকরি ছেড়ে দেন এবং EPF অ্যাকাউন্টে আপনার মাসিক টাকা শেষবার ২০২৩-এর জুলাই মাস পর্যন্ত পড়েছে, তাহলে ২০২৬-এর জুলাইয়ের পর আপনার EPF অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।

অবসর গ্রহণের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। EPFO-এর নিয়ম অনুসারে, অবসর গ্রহণের বয়স ৫৮ বছর। এমন পরিস্থিতিতে আপনার EPFO ​​অ্যাকাউন্ট ৫৮ বছর বয়সের পরে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। আর আপনি যদি ৫৮ বছরের আগে চাকরি ছেড়ে দেন, তাহলে আপনার EPF অ্যাকাউন্ট ৩ বছরের পরে, সেটা ৫৮ বছর বয়সের আগে হলেও নিষ্ক্রিয় হয়ে যাবে।

ইপিএফ অ্যাকাউন্টে সুদ পাওয়া যাবে?

বিশেষজ্ঞদের মতে, একবার ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলে কোনও সুদ পাওয়া যায় না। তবে যতক্ষণ সক্রিয় থাকে অর্থাৎ মাসিক টাকা পড়া বন্ধ হওয়ার পরেও ৩ বছরের জন্য EPF অ্যাকাউন্টে জমা টাকার উপর সুদ দেওয়া হয়। অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হওয়ার পর ৭ বছর পর্যন্ত EPF-এ থাকা টাকার দাবি করা না হলে, এটি সিনিয়ার সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডেস চলে যায়। এই তহবিলে যাওয়ার পর যদি ২৫ বছর ধরে টাকার দাবি না করা হয়, তাহলে এর উপর গ্রাহকের আর কোনও অধিকার থাকে না, সেটি কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যায়।

অর্জিত সুদ কি করমুক্ত হবে?

EPF অ্যাকাউন্টে জমা করা পরিমাণ করমুক্ত। তবে এই ছাড় শুধুমাত্র সেই ক্ষেত্রেই পাওয়া যায় যখন EPF অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পড়ে। চাকরি ছাড়ার পরে যদি অ্যাকাউন্টটি ৩ বছর সক্রিয় থাকে, তখন আপনাকে অর্জিত সুদের উপর ট্যাক্স দিতে হবে।

Next Article