EPFO: চাকরিজীবীদের জন্য বিরাট খবর, এবার চাইলেই তুলতে পারবেন PF-র সব টাকা!

EPFO: ইপিএফও বা প্রভিডেন্ট ফান্ডে অবসরের আগে টাকা তোলা গেলেও, তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তোলা যায়। সম্পূর্ণ টাকা একমাত্র অবসর গ্রহণের পরই পাওয়া যায়।

EPFO: চাকরিজীবীদের জন্য বিরাট খবর, এবার চাইলেই তুলতে পারবেন PF-র সব টাকা!
প্রতীকী চিত্র।Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

|

Jul 18, 2025 | 11:18 AM

নয়া দিল্লি: চাকরি জীবনে সঞ্চয়ের অন্যতম পন্থা হল ইপিএফও। ভবিষ্যতের সঞ্চয় এটাই। তবে অনেকে চাকরি করার সময়ও নানা প্রয়োজনে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে থাকেন। এবার পিএফ অ্যাকাউন্টে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড় বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এতে সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের উপরেই।

ইপিএফও বা প্রভিডেন্ট ফান্ডে অবসরের আগে টাকা তোলা গেলেও, তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তোলা যায়। সম্পূর্ণ টাকা একমাত্র অবসর গ্রহণের পরই পাওয়া যায়। মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, এবার প্রস্তাব দেওয়া হয়েছে যে অবসরের আগেও পিএফের সম্পূর্ণ টাকা বা অর্ধেক টাকা তুলে নিতে পারবেন। এমন প্রস্তাবনাই দেওয়া হয়েছে।

 প্রস্তাবনায় বলা হয়েছে, চাকরি জীবনের ১০ বছর পূরণ হলেই এই সুবিধা পাওয়া যাবে। যদি এই প্রস্তাবনা গ্রহণ হয়, তবে ৭ কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবেন। বিশেষ করে যারা ৫৮ বছরের আগেই অবসর নিতে চান, তাদের ক্ষেত্রে এই নিয়মে সুবিধা হবে। ৪০ বছরে অবসর নিলেও, পিএফে জমা টাকা তোলার জন্য ৫৮ বছর বয়স অবধি অপেক্ষা করতে হবে না।

বর্তমানে ইপিএফের নিয়ম অনুযায়ী, ৫৮ বছরের বয়সে অর্থাৎ অবসরের সময় পিএফের সম্পূর্ণ টাকা তোলা যায়। কিংবা যদি কেউ দুই মাস বেকার থাকেন, বেতন না পান, তবে পিএফের টাকা তুলতে পারেন।

তবে বর্তমানে বহু মানুষই ৩০-৪০ বছর বয়সে গিয়েও কেরিয়ার বদল করতে চান, তাদের ক্ষেত্রে পিএফে জমা অর্থ সাহায্য করতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতিই ইপিএফে একাধিক নিয়মে বদল আনা হয়েছে।  বর্তমানে ১ লক্ষ টাকা পর্যন্ত পিএফ অ্যাকাউন্ট থেকে তোলা যায়। জরুরি সময়ে এই তহবিল সাহায্য করতে পারে।

বাড়ানো হয়েছে অটো-সেটেলমেন্টের লিমিটও। আগে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্লেম অটোমেটিকালি সেটেল হয়ে যেত অর্থাৎ বিনা কোনও তথ্য প্রমাণ জমা দিয়েই পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত। কোনও ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রয়োজন পড়ত না। এখন তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

ক্লেম ভেরিফিকেশনের জন্যও নথির ঝামেলা কমিয়ে দেওয়া হয়েছে। আগে ২৭ ধরনের নথি লাগত, এখন তা কমিয়ে ১৮ করে দেওয়া হয়েছে। আবেদনের গোটা প্রক্রিয়া ৩-৪ দিনের মধ্যেই শেষ হয়ে যায়।

এছাড়া সম্প্রতি বাড়ি কেনার জন্যও পিএফের টাকা তোলার নিয়মে বদল আনা হয়েছে। কেউ যদি প্রথমবার বাড়ি বানান, তারা পিএফে জমা অর্থের ৯০ শতাংশই তুলে ফেলতে পারবেন। চাকরি জীবনের তিন বছর পূরণ হলেই টাকা তুলতে পারবেন।