EPFO: কবে থেকে ATM দিয়ে তুলতে পারবেন PF-র টাকা?

EPFO: সরাসরি এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি, অটো-ক্লেম সেটেলমেন্ট, ডিজিটাল কারেকশনের মতো সুবিধাও পাওয়া যাবে। ইপিএফও ৩.০ চালু হলে গ্রাহকরা আরও সহজে তাদের জমা অর্থ তুলতে পারবেন।

EPFO: কবে থেকে ATM দিয়ে তুলতে পারবেন PF-র টাকা?
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

Apr 20, 2025 | 12:36 PM

নয়া দিল্লি: প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ঝক্কি অনেক। আবেদন করা, সেই আবেদন গৃহীত হওয়া, তারপর অ্যাকাউন্টে টাকা আসা- দীর্ঘ প্রক্রিয়া ইপিএফও-র। তবে এই ঝামেলা শেষ হতে চলেছে শীঘ্রই। সরাসরি এটিএম থেকে তোলা যাবে টাকা। কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে, সেই প্রশ্ন অনেকের। অবশেষে মিলল তার জবাব।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ইপিএফও ৩.০ আগামী মে বা জুন মাস থেকেই চালু হতে চলেছে। এতে পিএফ সংক্রান্ত যাবতীয় কাজ আরও সহজ হবে। এটিএম থেকেই তোলা যাবে পিএফের টাকা।

আর কী কী সুবিধা পাওয়া যাবে?

সরাসরি এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি, অটো-ক্লেম সেটেলমেন্ট, ডিজিটাল কারেকশনের মতো সুবিধাও পাওয়া যাবে। ইপিএফও ৩.০ চালু হলে গ্রাহকরা আরও সহজে তাদের জমা অর্থ তুলতে পারবেন। নতুন ভার্সনে ক্লেমের অটো-সেটেলমেন্টের সুবিধা পাওয়া যাবে। এতে টাকা পাওয়ার ক্ষেত্রে দেরি হবে না। ইপিএফও অফিসে যাওয়ার ঝামেলা বা একাধিক নথি, ফর্ম ফিল আপের ঝক্কিও থাকবে না।

নতুন ভার্সনে ওটিপি ভিত্তিক অথেনটিকেশনের সুবিধাও পাওয়া যাবে, যেখানে গ্রাহকরা ইপিএফ অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন। ইপিএফও-র পেনশন গ্রাহকরা বর্তমানে দেশের যে কোনও ব্যাঙ্ক থেকে মাসিক পেনশন তুলতে পারবেন।

ইপিএফও-তে মোট ২৭ লক্ষ কোটি টাকা জমা রয়েছে। পিএফে বার্ষিক ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যায়। বর্তমানে সরকার অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা, শ্রমিক জনধন যোজনার মতো প্রকল্পগুলিকেও এক ছাতার তলায় আনার প্রচেষ্টা করা হচ্ছে।