EPFO: বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ল ইপিএফও-র সুদের হার

EPFO: গত বছরের মার্চে EPFO-র সুদের হার কমিয়ে ৮.১০ শতাংশ করা হয়, যা ২০২০-২১ সালের অর্থবর্ষের তুলনায় ৫ শতাংশ কম। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। কেননা চার দশকের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন সুদের হার।

EPFO: বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ল ইপিএফও-র সুদের হার
প্রতীকী ছবি।Image Credit source: News9
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 3:58 PM

নয়া দিল্লি: বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সুদের হার বাড়ল। এবার EPFO-র সুদের হার করা হল ৮.১৫ শতাংশ। সোমবার EPFO-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই এই সুদের হার কার্যকর হবে বলে EPFO-র তরফে জানানো হয়েছে।

EPFO-র সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করার ব্যাপারে মাস চারেক আগেই সুপারিশ করা হয়েছিল। গত ২৮ মার্চে দিল্লিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির (CBT) অ্যাপেক্স কমিটির বৈঠকেই এ ব্যাপারে সুপারিশ করা হয়। এবার CBT-র সিদ্ধান্তে অনুমোদন দিল অর্থমন্ত্রক। EPFO-র সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই ইপিএফও-র সুদের হার ৮.১৫ শতাংশ করা হয়েছে। EPFO-র সুদের হার বাড়ার ফলে উপকৃত হবে ৬ কোটির বেশি গ্রাহক।

প্রসঙ্গত, গত বছরের মার্চে EPFO-র সুদের হার কমিয়ে ৮.১০ শতাংশ করা হয়, যা ২০২০-২১ সালের অর্থবর্ষের তুলনায় ৫ শতাংশ কম। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। কেননা চার দশকের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন সুদের হার। এর আগে EPF-এর সবচেয়ে কম সুদের হার ছিল ১৯৭৭-৭৮ সালে, ৮ শতাংশ।