EPFO Interest: অবসর গ্রহণের পর কি আপনার পিএফ অ্যাকাউন্টে সুদ মিলবে? কী বলছে নিয়ম!

Employees' Provident Fund Organisation: পিএফ আইনের অধীনে কোনও ব্যক্তি কর্মচারীকে ৫৮ বছর বয়স না হওয়া পর্যন্ত পেনশনের উপর সুদ দেয়। কিন্তু কেউ যদি তার আগে চাকরি ছেড়ে দেন তাহলে কি তিনি আর সুদ পান?

EPFO Interest: অবসর গ্রহণের পর কি আপনার পিএফ অ্যাকাউন্টে সুদ মিলবে? কী বলছে নিয়ম!
ফাইল চিত্রImage Credit source: Getty Images

Jul 20, 2025 | 4:29 PM

সময়ের সঙ্গে তাল মিলিয়ে একাধিক পদক্ষেপ করে চলেছে EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। টাকা তোলায় সুবিধা নিয়ে এসেছে তারা। এটিএমের মাধ্যমে তাকা তোলা থেকে প্রয়োজনের সময় সর্বোচ্চ ৫ লক্ষ টাকা তোলার মতো একাধিক নিয়ম নিয়ে এসেছে তারা। আর ইপিএফওর নিয়ম অনুযায়ী কর্মচারীরা অবসর গ্রহণের পর নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশনও পান।

পিএফ আইনের অধীনে কোনও ব্যক্তি কর্মচারীকে ৫৮ বছর বয়স না হওয়া পর্যন্ত পেনশনের উপর সুদ দেয়। কিন্তু কেউ যদি তার আগে চাকরি ছেড়ে দেন তাহলে কি তিনি আর সুদ পান? কী বলছে আইন? পিএফ আইন বলছে, সুদ পাওয়া যায়।

নিয়ম অনুযায়ী, কেউ ৫৫ থেকে ৫৮-এর মধ্যে অবসর নিলে অর্থাৎ, নির্দিষ্ট বয়সের আগে চাকরি ছাড়লে পরবর্তী ৩ বছর সেই চাকরির সঙ্গে যুক্ত পিএফ অ্যাকাউন্টে সুদ মিলবে। আর ৩ বছরের মধ্যে পিএফ থেকে টাকা না তুললে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। তখন আর তাতে সুদ মেলে না।

অঙ্ক বলছে, ৫০ বছর বয়স হয়ে গেলেই কেউ পেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর কেউ যদি ৫৮ বছর বয়স হওয়ার আগেই পেনশন দাবি করেন তাহলে প্রতি বছর ৪ শতাংশ হারে পেনশন পেতে পারেন আপনি। এ ছাড়াও অবসর গ্রহণের পর ইপিএফ তহবিলের ৭৫ শতাংশ অর্থ এককালীন হিসাবে তোলা যায়।

প্রসঙ্গত, কোনও কর্মচারি যদি ১০ বছর কাজ করেন ও পিএফে প্রয়োজনীয় অর্থ জমা করতে থাকেন তাহলে তিনি পেনশন পাওয়ার যোগ্য বলেই বিবেচিত হন।