নয়া দিল্লি: দিওয়ালির আগেই বোনাস! এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও(EPFO)-র তরফে সুদের টাকা দেওয়া শুরু হল। ২০২২-২৩ অর্থবর্ষে সমস্ত ইপিএফ গ্রাহকদের অ্য়কাউন্টে সুদের টাকা (EPFO Interest) পাঠানো হচ্ছে। আজ বা আগামিকালের মধ্যেই অধিকাংশ গ্রাহকদের অ্য়াকাউন্টে এই টাকা ঢুকে যাবে।
বর্তমানে পিএফ সুদের হার ৮.১৫ শতাংশ। ইপিএফও-র তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, “পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা পাঠানো শুরু হয়েছে। সুদের টাকা ক্রেডিট হয়ে গেলেই তা জমা টাকার সঙ্গে যোগ হবে। এতে সুদের হার কমবে না। দয়া করে ধৈর্য্য় ধরুন।”
ইপিএফও-র ওয়েবসাইট বা উমঙ্গ অ্যাপ থেকে পিএফ ব্যালেন্স চেক করা যায়। এছাড়া এসএমএসের মাধ্যমেও পিএফ অ্যাকাউন্টের ব্য়ালেন্স চেক করা যাবে।
লগ ইন হয়ে গেলেই আপনার ইপিএফ ব্যালেন্স দেখতে পাবেন।
এসএমএসের মাধ্যমেও ইপিএফও ব্যালেন্স চেক করা যায়। এর জন্য আপনাকে মেসেজে EPFOHO UAN ENG লিখে 7738299899- নম্বরে পাঠাতে হবে।
প্রসঙ্গত, ইংরেজি ছাড়াও বর্তমানে হিন্দি, পঞ্জাবী, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, মালয়লম ও বাংলাতেও ইপিএফও-র যাবতীয় তথ্য জানা যায়।