
নয়া দিল্লি: কর্মজীবীদের অবসর জীবনকে সুরক্ষিত করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তারা জানেন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN) কতটা জরুরি। এই নম্বর যদি সক্রিয় না থাকে, তাহলে পিএফের এক টাকাও পাবেন না। চলতি মাস থেকেই ইপিএফও-তে বড় বদল এসেছে।
ইপিএফও-তে ইউএএন তৈরি করা এবং তা সক্রিয় করার জন্য নতুন পদ্ধতি আনা হয়েছে। ১ অগস্ট থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে উমঙ্গ (UMANG) অ্যাপ থেকে ইউএএন তৈরি করা যাবে আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন টেকনোলজির মাধ্যমে। অর্থাৎ আপনাকে আর সংস্থার অপেক্ষা করতে হবে না। নিজেই ইউএএন তৈরি করে নিতে পারবেন।
ইউএএন অ্যাক্টিভ করার ক্ষেত্রে পুরনো নিয়ম কেবলমাত্র আন্তর্জাতিক কর্মী ও নেপাল-ভুটানের নাগরিকদের জন্য প্রযোজ্য থাকবে।
ইউএএন তৈরি ও অ্যাক্টিভের জন্য ফেস অথেনটিকেশন টেকনোলজি ব্যবহার করা হবে।
যাদের ইতিমধ্যেই ইউএএন রয়েছে, কিন্তু তা অ্যাক্টিভ করেননি, তাদেরও ফেস অথেনটিকেশনের মাধ্যমেই নম্বর অ্যাকটিভ করতে হবে।
নতুন UAN তৈরির জন্য –
ইউএএন অ্যাক্টিভ করলে হলে-