
নয়া দিল্লি: চাকরিজীবীদের আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে অন্যতম ভরসা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। এবার ইপিএফও নিয়ে এল বড় আপডেট। আপডেট করা হচ্ছে ইপিএফও অ্যাকাউন্ট। এবার কর্মীরা পাবেন ইপিএফও-র সুদ।
সম্প্রতিই কেন্দ্রীয় সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ইপিএফও অ্যাকাউন্টে সুদের ঘোষণা করেছে। ৮.২৫ শতাংশ হারে সুদ ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই ৯৬ শতাংশ ইপিএফও গ্রাহকই এই সুদ পেয়ে গিয়েছেন। যারা এখনও পাননি, তারা এই সপ্তাহের মধ্যেই সুদের অঙ্ক পেয়ে যাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। মোট ৩৩.৫৬ কোটি গ্রাহক ইপিএফও-র সুদ পাবেন।
একাধিক পদ্ধতিতে ইপিএফও অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যায়।
এছাড়া আপনি ইপিএফও ওয়েবসাইট থেকেও ব্যালেন্স চেক করতে পারেন।
মিসড কল দিয়েও আপনি ইপিএফও ব্যালেন্স চেক করতে পারেন। এর জন্য আপনার রেজিস্টারড নম্বর দিয়ে 9966044425- এই নম্বরে মিস কল দিন। সঙ্গে সঙ্গে এসএমএসে আপনার পিএফ ব্যালেন্স কত রয়েছে, তা জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করা জন্য প্রথমে EPFOHO লিখুন। তারপর স্পেস দিয়ে UAN লিখে 7738299899- এই নম্বরে পাঠান। তাহলেই পিএফ ব্যালেন্স দেখতে পাবেন।