EPFO Update: বছর শেষের আগে PF নিয়ে বড় আপডেট, এই কাজ না করলে আটকে যাবে পুরো টাকা

EPFO: কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, বর্তমানে লক্ষ লক্ষ পিএফ অ্য়াকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে। এবার সেই আটকে থাকা টাকা উদ্ধারের কাজেই নামছে কেন্দ্র। অনেক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এবার কেন্দ্র সেই অ্যাকাউন্টগুলি উদ্ধার করার কাজে নেমেছে।  

EPFO Update: বছর শেষের আগে PF নিয়ে বড় আপডেট, এই কাজ না করলে আটকে যাবে পুরো টাকা
ফাইল চিত্র।Image Credit source: X

|

Dec 30, 2025 | 4:02 PM

নয়া দিল্লি: বছর শেষের আগে ইপিএফও নিয়ে বড় আপডেট। এই তথ্য সকল চাকরিজীবীর জানা দরকার, কারণ এই কাজ না করলে পিএফের টাকা সম্পূর্ণ আটকে যেতে পারে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, বর্তমানে লক্ষ লক্ষ পিএফ অ্য়াকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে। এবার সেই আটকে থাকা টাকা উদ্ধারের কাজেই নামছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বহু পিএফ অ্যাকাউন্টেই দীর্ঘদিন ধরে টাকা আটকে রয়েছে। অনেক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এবার কেন্দ্র সেই অ্যাকাউন্টগুলি উদ্ধার করার কাজে নেমেছে। কেন্দ্রের নয়া উদ্যোগে ইপিএফ অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফিকেশন (KYC Verification) করা হবে। এর জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম আনা হচ্ছে।

কী থাকবে এই প্ল্যাটফর্মে? যাদের ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে রয়েছে, তা এখানে দেখা যাবে। পাশাপাশি চিহ্নিত করা হবে ইপিএফ অ্যাকাউন্টের নমিনিদেরও, যাতে তাদের কাছে পিএফ অ্যাকাউন্টে জমা টাকা ফেরত দেওয়া যায়। কিন্তু যদি কেওয়াইসি না করা থাকে, তাহলে সেই টাকা পাওয়া যাবে না।

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য আরও জানিয়েছেন যে ভারত ও ব্রিটেনের মধ্যে যেমন চুক্তি রয়েছে, তেমনই বাকি দেশেও সোশ্যাল সিকিউরিটি ক্লজ আনার চেষ্টা করা হয়েছে।  এতে বিদেশে কর্মরতরা ভারতে ফেরার পর পিএফে জমা অর্থ পেয়ে যাবেন।