এক ক্লিকেই এবার হবে সব কাজ, EPFO নিয়ে এল পাসবুক লাইট!

EPFO Update: বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে স্বচ্ছতা আনতে এবং ব্যবহারকারী বান্ধব করে তুলতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।  বর্তমানে ইপিএফও পাসবুক পোর্টালে লগ ইন করে প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন ও ট্রানজাকশন দেখা যায়। 

এক ক্লিকেই এবার হবে সব কাজ, EPFO নিয়ে এল পাসবুক লাইট!
প্রতীকী চিত্র।Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

|

Sep 19, 2025 | 1:24 PM

নয়া দিল্লি: প্রভিডেন্ট ফান্ড ব্যবহার হয়ে গেল আরও সহজ। ইপিএফও আনল এক নতুন পরিষেবা। পাসবুক লাইট নামক এই নতুন ফিচার্সে ইপিএফ অ্যাকাউন্ট ম্যানেজ ও সেখান থেকে টাকা তোলা সহজ হবে। পাসবুক আপডেটও হয়ে যাবে নিমেষেই। কত টাকা জমা পড়েছে, তাও দেখতে পারবেন পাসবুক পোর্টালের মাধ্যমে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে স্বচ্ছতা আনতে এবং ব্যবহারকারী বান্ধব করে তুলতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।  বর্তমানে ইপিএফও পাসবুক পোর্টালে লগ ইন করে প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন ও ট্রানজাকশন দেখা যায়।

‘পাসবুক লাইট’-এ এবার ব্যালেন্স চেক, টাকা তোলা, টাকা জমার মতো যাবতীয় পরিষেবা এক ক্লিকেই দেখা যাবে। এই ফিচার্স ইপিএফও পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ – থেকে পাওয়া যাবে।

পাসবুক লাইট’-এ আরও একটি সুবিধা পাওয়া যাবে। এবার অ্য়ানেক্সার কে (ট্রান্সফার সার্টিফিকেট)- ও অনলাইনে পাওয়া যাবে।  বর্তমানে চাকরি বদল করার সময় পিএফ অ্যাকাউন্টকে নতুন অফিসের পিএফ অফিসে ট্রান্সফার করতে হয় ফর্ম ১৩-র মাধ্যমে। পুরনো অফিস থেকে ট্রান্সফার সার্টিফিকেট তৈরি করে, তা নতুন অফিসে পাঠানো হয়। এবার অনলাইনেই অ্যানেক্সার কে (Annexure K) পাওয়া যাবে।  অর্থাৎ অফিসের জন্য আর অপেক্ষা করতে হবে না। পিএফ গ্রাহকরা নিজেরাই এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।

ইপিএফও-র পাসবুক লাইটে ট্রান্সফার অ্যাপ্লিকেশনের স্টেটাস যেমন দেখা যাবে, তেমন পিএফ ট্রান্সফারও সহজে করা যাবে। গ্রাহকরা ডিজিটাল রেকর্ডও রাখতে পারবেন ভবিষ্যতে সুবিধার জন্য।