PF নিয়ে বড় খবর, চাকরি বদল করলেও অ্যাকাউন্টের ঝামেলা থাকবে না আর

EPFO Update: চাকরি বদলের সময় এবার থেকে ইপিএফও অ্যাকাউন্ট ম্যানুয়ালি ট্রান্সফারের আবেদন করতে হবে না। ইপিএফও নিজে থেকেই অ্যাকাউন্ট স্থানান্তর বা ট্রান্সফার করার পরিষেবা শুরু করেছে। ১ এপ্রিল থেকেই এই পরিষেবা চালু হয়েছে।

PF নিয়ে বড় খবর, চাকরি বদল করলেও অ্যাকাউন্টের ঝামেলা থাকবে না আর
ফাইল চিত্রImage Credit source: TV9 Bharatvarsh

|

Apr 03, 2024 | 2:11 PM

নয়া দিল্লি: চাকরি পরিবর্তন করলেই বদলাতে হয় পিএফ অ্যাকাউন্টও। নাহলে আগের অফিসে কাজ করার সময় যে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছিল পিএফ অ্যাকাউন্টে জমা রাখার জন্য, তা আর পাবেন না। কর্মীদের সামান্যতম ভুলেও জলে যেতে পারে লাখ টাকা। তবে এই চিন্তা শেষ হল এবার। চাকরি বদল করলে, এবার নিজে থেকেই স্থানান্তরিত হয়ে যাবে ইপিএফও অ্যাকাউন্টও।

জানা গিয়েছে, চাকরি বদলের সময় এবার থেকে ইপিএফও অ্যাকাউন্ট ম্যানুয়ালি ট্রান্সফারের আবেদন করতে হবে না। ইপিএফও নিজে থেকেই অ্যাকাউন্ট স্থানান্তর বা ট্রান্সফার করার পরিষেবা শুরু করেছে। ১ এপ্রিল থেকেই এই পরিষেবা চালু হয়েছে। আগে এক চাকরি ছেড়ে অন্য কোনও চাকরিতে যোগ দিলে, ইউএএন নম্বর দিয়ে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের আবেদন জানাতে হত। এবার থেকেই সেই ঝামেলা থাকল না আর।

 স্বয়ংক্রিয়ভাবেই স্থানান্তরিত হবে ব্যালেন্স-

নতুন চাকরি পরিবর্তন করলে, ইপিএফ অ্যাকাউন্টে টাকা স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হয়ে যাবে। এর জন্য কোনও আবেদন বা ফর্ম ফিল-আপ করতে হবে না। মাসের পর মাস অপেক্ষাও করতে হবে না অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য।

প্রসঙ্গত, কর্মচারীরা তাদের বেতনের ১২ শতাংশ EPF-এ জমা হয়। কর্মীদের পাশাপাশি যে সংস্থায় কর্মরত, সেই সংস্থার তরফেও ইপিএফ অ্যাকাউন্টে সমান পরিমাণ টাকা জমা করা হয়।

পিএফ অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য UAN কেন প্রয়োজন?

পিএফ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)। একাধিক চাকরি করলেও এক ব্যক্তির যাতে একাধিক আইডি বা অ্যাকাউন্ট তৈরি না হয়, তার জন্যই কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে ইউএএন। পিএফ ছাড়াও বিভিন্ন পরিষেবা প্রদান করে UAN। যার মধ্যে রয়েছে UAN কার্ড, সমস্ত ট্রান্সফার-ইন বিশদ সহ একটি আপডেট করা পিএফ পাসবুক, বর্তমান পিএফ আইডির সঙ্গে পূর্ববর্তী পিএফ আইডি লিঙ্ক করা, ক্রেডিট সংক্রান্ত মাসিক এসএমএস।