
নয়া দিল্লি: পিএফ গ্রাহকদের জন্য বড় খবর। শীঘ্রই বড়সড় পরিবর্তন আসতে পারে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা বা ওয়েজ সিলিং (Wage Celling) ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার পরিকল্পনা করছে সরকার। এমনটাই সূত্রের খবর। যদি এই পদক্ষেপ করা হয়, তাহলে আরও হাজার হাজার কর্মী সামাজিক সুরক্ষার আওতায় আসবে।
দ্য় ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে। যদি এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে, তাহলে তা আগামী মাসেই ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্ট্রিজে পেশ করা হতে পারে। সেখানেও সবুজ সঙ্কেত মেলে, তাহলে ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।
বর্তমানে প্রতি মাসে যাদের ১৫ হাজার টাকা বেতন, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল ইপিএফ কভারেজ। ২০১৪ সাল থেকে এই নিয়ম অপরিবর্তিত রয়ে গিয়েছে। বিগত কয়েক বছরে যাদের বেতন বৃদ্ধি হয়েছে, তারা এই পিএফ কভারেজ থেকে বাদ পড়েছেন। এবার সরকার পিএফের বেতন সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হলে, আরও বেশি সংখ্যক কর্মী পিএফের সুবিধা পাবেন।
যদি পিএফের বেতন সীমা বৃদ্ধি পায়, তাহলে যাদের বেতন ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে, তাদের মাসিক বেতন থেকে পিএফ কন্ট্রিবিউশন বাবদ বেশি টাকা কাটা যাবে। এতে কর্মীদের হাতে পাওয়া বেতন কমলেও, ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়বে। একইভাবে যে সংস্থায় কর্মীরা চাকরি করেন, তাদের কন্ট্রিবিউশনও বাড়বে।