EPFO Withdrawal: PF-র ৭৫ শতাংশ টাকাই তুলতে পারবেন ATM থেকে! কবে থেকে জানেন?

EPFO Update: আগে পিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হত। যেমন কেউ বিয়ের জন্য পিএফ থেকে টাকা তুলতে চাইলে, তাকে অন্তত সাত বছর চাকরি করতে হত। এখন সেই নিয়মও সরল করে দেওয়া হয়েছে। ১২ মাস অর্থাৎ এক বছর চাকরি করলেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। 

EPFO Withdrawal: PF-র ৭৫ শতাংশ টাকাই তুলতে পারবেন ATM থেকে! কবে থেকে জানেন?
ইপিএফের টাকা তোলা আরও সহজ হবে।Image Credit source: Getty Image

|

Dec 17, 2025 | 11:38 AM

নয়া দিল্লি: প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে টাকা তোলা হয়ে যাচ্ছে আরও সহজ। এবার পিএফে (PF) জমা টাকার ৭৫ শতাংশই তুলে ফেলতে পারবেন, তাও আবার এটিএম (ATM) ও ইউপিআই(UPI)-র মাধ্যমে। দীর্ঘদিন ধরেই ইপিএফের টাকা তোলার পদ্ধতি সহজ করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। গত বছর থেকেই শোনা যাচ্ছিল এটিএমের মাধ্যমে পিএফের টাকা তোলার ব্যবস্থা করা হচ্ছে। এবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) জানিয়ে দিলেন যে কবে থেকে এই পরিষেবা চালু হতে পারে?

এবিপি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান যে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে এটিএম থেকে পিএফের টাকা তোলার সুবিধা চালু হয়ে যাবে। গ্রাহকরা তাদের জমা অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত সরাসরি এটিএম ও ইউপিআই-র মাধ্যমে তুলে ফেলতে পারবেন। এতে নথিপত্র জমা দেওয়া এবং দীর্ঘ সময় অপেক্ষা করার ঝামেলা কমবে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এখনও আপনি নিজের ইপিএফের ৭৫ শতাংশ অবিলম্বে তুলে ফেলতে পারেন। ২০২৬ সালের মার্চের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক নতুন ফিচার আনছে যেখানে গ্রাহকরা এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন। ইপিএফ উইথড্রলকে ইউপিআই-র সঙ্গেও লিঙ্ক করা হবে।”

বর্তমান নিয়মে ইপিএফ থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের একাধিক ফর্ম পূরণ করতে হয়। দরকারের সময় টাকা পেতে দেরি হওয়া নিয়ে গ্রাহকরা আগেই অভিযোগ করেছিল। এরপরই কেন্দ্র এটিএম থেকে পিএফের টাকা তোলার উদ্যোগ নেয়।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পিএফে জমা থাকা টাকা গ্রাহকদেরই। টাকা তোলার জন্য গ্রাহকদের একাধিক ফর্ম পূরণ করতে হয়। সেই পদ্ধতিকে সরলীকরণের উদ্যোগই নেওয়া হয়েছে। বর্তমানে পিএফের ১৩টি ক্যাটেগরিকে একত্রীকরণ করা হয়েছে, যাতে গ্রাহকদের টাকা তুলতে সুবিধা হয় এবং দীর্ঘ সময় অপেক্ষা না করতে হয়।

পাশাপাশি, আগে পিএফ গ্রাহকরা শুধুমাত্র নিজেদের কন্ট্রিবিউশন বা বিনিয়োগ ও তাতে পাওয়া সুদের অর্থ তুলতে পারতেন। ইপিএফে উইথড্রলও অনেক ক্ষেত্রে ৫০ শতাংশে সীমাবদ্ধ থাকত। বর্তমানে এমপ্লয়ি ও এমপ্লয়ার-উভয়ের কন্ট্রিবিউশনই তোলা যায়। ফলে এখন গ্রাহকরা অবসর গ্রহণের আগেই ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারেন বিশেষ প্রয়োজনে।

আগে পিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হত। যেমন কেউ বিয়ের জন্য পিএফ থেকে টাকা তুলতে চাইলে, তাকে অন্তত সাত বছর চাকরি করতে হত। এখন সেই নিয়মও সরল করে দেওয়া হয়েছে। ১২ মাস অর্থাৎ এক বছর চাকরি করলেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়।

যদি কেউ চাকরি হারান বা বেকার হয়ে যান, তাহলে তিনি পিএফ অ্যাকাউন্ট থেকে ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারেন। বাকি ২৫ শতাংশ টাকা এক বছর পর তোলা যাবে। ৫৫ বছরের পর, বিশেষভাবে সক্ষম হলে বা কোনও কারণে কাজ করতে অক্ষম হলে, স্বেচ্ছায় অবসর নিলে বা দেশের বাইরে স্থানান্তরিত হলে পিএফের সম্পূর্ণ টাকা তোলা যাবে।