EPFO Withdrawal Rules: অবসরের আগে PF অ্যাকাউন্ট থেকে কী কী কারণে তুলতে পারেন টাকা? কত টাকাই বা পাবেন?

EPFO: অবসরের আগে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সীমা না থাকলেও, সর্বোচ্চ কত টাকা তুলতে পারেন, তার সীমা রয়েছে। কর্মরত অবস্থায় পিএফের সম্পূর্ণ টাকা তুলে নেওয়া যায় না।

EPFO Withdrawal Rules: অবসরের আগে PF অ্যাকাউন্ট থেকে কী কী কারণে তুলতে পারেন টাকা? কত টাকাই বা পাবেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image

|

Aug 18, 2025 | 2:16 PM

নয়া দিল্লি: চাকরিজীবীদের অর্থ সঞ্চয়ের অন্যতম মাধ্যম হল ইপিএফও। বেতনের একটা অংশ জমা হয় প্রভিডেন্ট ফান্ডে। তবে শুধুমাত্র ভবিষ্যতের সঞ্চয় নয়, প্রয়োজন পড়লে অবসরের আগেই প্রভিডেন্ট ফান্ড থেকেও টাকা তোলা যায়। কর্মরত অবস্থায় অর্থাৎ চাকরি করার সময় আপনি কতবার পিএফের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন?

সাধারণত অবসরের পর মোটা অঙ্কের টাকা পাওয়া যায় পিএফ থেকে। তবে বিশেষ প্রয়োজনে অবসরের আগেও টাকা তোলা যায়। তবে সেক্ষেত্রে বিশেষ কিছু শর্ত থাকে, যা পূরণ করতে হবে।

অবসরের আগে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সীমা না থাকলেও, সর্বোচ্চ কত টাকা তুলতে পারেন, তার সীমা রয়েছে। কর্মরত অবস্থায় পিএফের সম্পূর্ণ টাকা তুলে নেওয়া যায় না।

যদি কোনও ব্যক্তি কর্মজীবনের ৫ বছর পূরণ হওয়ার আগেই পিএফের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তবে তাদের টিডিএস দিতে হয়।

কী কী ক্ষেত্রে পিএফের টাকা তুলতে পারেন?

মেডিক্যাল ইমার্জেন্সি- যদি আপনার বা পরিবারের কারোর স্বাস্থ্য সংক্রান্ত ইমার্জেন্সি হয়, তবে আপনি ৬ মাসের বেতন তুলতে পারেন। এই ধরনের ইমার্জেন্সির ক্ষেত্রে কোনও ওয়েটিং পিরিয়ড থাকে না।

হোম লোন- গৃহ ঋণ পরিশোধ করার জন্য পিএফের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। এক্ষেত্রে পিএফ অ্যাকাউন্টে জমা থাকা অর্থের ৯০ শতাংশই তুলে ফেলতে পারেন। তবে এর শর্ত হল ওই ব্যক্তিকে অন্তত ১০ বছর কাজ করতে হবে। ঋণ পরিশোধের জন্য পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুললে, এরপর অবসরের আগে আর কখনও টাকা তোলা যায় না।

বিয়ের জন্য- যদি কোনও কর্মী বিয়ের জন্য পিএফের টাকা তুলতে চান, তবে পিএফ অ্যাকাউন্টে জমা রাখা অর্থের ৫০ শতাংশ তুলে নেওয়া যেতে পারে। নিজের বিয়ে বা সন্তানের বিয়ে কিংবা ভাইবোনের বিয়ের ক্ষেত্রে পিএফের টাকা তোলা যায়। সর্বাধিক তিনবার এভাবে টাকা তোলা যায়।

বাড়ি তৈরির জন্য- আপনি বাড়ি তৈরি বা কেনার জন্যও পিএফ থেকে টাকা তুলতে পারেন। কর্মজীবনের ৫ বছর পূরণ হওয়ার পরই এই টাকা তোলা যায়। এক্ষেত্রে টাকা তোলার সর্বোচ্চ সীমা হল ৩৬ মাসের বেসিক বেতন, ডিএ ও কর্মী-সংস্থার সুদ সহ শেয়ার কিংবা সম্পত্তির মোট অঙ্ক, যেটি কম হবে, তা প্রযোজ্য হবে। একবারই মাত্র এই সুযোগ পাওয়া যায়।