ব্যাঙ্কে টাকা নেই, তাও UPI-তে পেমেন্ট করতে পারবেন আপনি, অগস্ট থেকে আসছে নতুন নিয়ম!

UPI Payments: এই পরিবর্তনের ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও এবার করা যাবে ইউপিআই পেমেন্ট। হ্যাঁ, ইউপিআই ব্যবহারকারীদের জন্য এমনই সুখবর নিয়ে আসতে চলেছে এনপিসিআই।

ব্যাঙ্কে টাকা নেই, তাও UPI-তে পেমেন্ট করতে পারবেন আপনি, অগস্ট থেকে আসছে নতুন নিয়ম!
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Jul 25, 2025 | 4:06 PM

অগস্ট মাস থেকে বড় পরিবর্তন দেখতে পাবেন ইউপিআই ব্যবহারকারীরা। আর সেই পরিবর্তনের ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও এবার করা যাবে ইউপিআই পেমেন্ট। হ্যাঁ, ইউপিআই ব্যবহারকারীদের জন্য এমনই সুখবর নিয়ে আসতে চলেছে এনপিসিআই।

এতদিন, দোকানে থাকা মার্চেন্ট কিউআর কোডে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা যেত। কিন্তু অগস্টে নতুন নিয়ম চালু হলে এই ক্রেডিট কার্ড বা ক্রেডিট অ্যাকাউন্ট ইউপিআই অ্যাপের সঙ্গে যুক্ত করে যে কোনও কিউআর কোডে টাকা পাঠানো যাবে, নগদে টাকা তোলা যাবে, আগের মতো যে কোনও দোকানে পেমেন্ট করা যাবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI জানিয়েছে, ৩১ অগস্টের মধ্যে সমস্ত ব্যাঙ্ক এই সুবিধা চালু করবে। আর এর ফলে, Paytm, PhonePe, Google Pay-এর মতো ইউপিআই অ্যাপ এবার থেকে সরাসরি এই ক্রেডিট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে।

তবে, নয়া এই সুবিধার সঙ্গে আরও বেশ কিছু নিয়ম চালু হচ্ছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সংখ্যক বার ব্যালেন্স চেক করার সুযোগের মতো বিষয়ও।