Evergreen Shipping Company: কাজের পুরস্কার! চার বছরেরও বেশি সময়ের সমপরিমাণ বেতন বোনাস পাচ্ছেন কর্মীরা

কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে নয়। কোম্পানির অতিরিক্ত আয় বেড়ে যাওয়ার জন্যই কর্মীদের এই বিশেষ বোনাস দিচ্ছে এই কোম্পানি।

Evergreen Shipping Company: কাজের পুরস্কার! চার বছরেরও বেশি সময়ের সমপরিমাণ বেতন বোনাস পাচ্ছেন কর্মীরা
এভারগ্রিন মেরিন কর্পোরেশন। ছবি: টুইটার

| Edited By: Sukla Bhattacharjee

Jan 10, 2023 | 6:10 AM

তাইপেই: জাহাজ কোম্পানির কর্মীদের জন্য সুখবর! চার বছরেরও বেশি সময়ের সমপরিমাণ বেতন বোনাস হিসাবে পাচ্ছেন কর্মীরা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই করছে এভারগ্রিন মেরিন কর্পোরেশন। তাইওয়ানের এই শিপিং কোম্পানিটি কর্মীদের ৫২ মাসের বেতনের সমান বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। যা চার বছরেরও সময়ের বেশি বেতন। তবে এই বোনাস কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে নয়। কোম্পানির অতিরিক্ত আয় বেড়ে যাওয়ার জন্যই কর্মীদের এই বিশেষ বোনাস দিচ্ছে এভারগ্রিন মেরিন কর্পোরেশন।

সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন কর্পোরেশন এবার কর্মীদের গড়ে ৫০ মাস অর্থাৎ চার বছরেরও বেশি সময়ের বেতন বোনাস হিসাবে দেবে। তবে সকল কর্মীদের বোনাসের পরিমাণ সমান হবে না। পদ অনুযায়ী এবং বেতনের মাপকাঠি অনুযায়ী বোনাস দেওয়া হবে।

জানা গিয়েছে, কোভিড মহামারীর সময় বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। সমস্ত ক্ষেত্রেই সূচক একেবারে পড়ে গিয়েছিল। করোনা মহামারীর প্রকোপ আবার বিশ্বজুড়ে কমতে শুরু করতেই চাঙ্গা হয়ে ওঠে শিপিং বা জাহাজের পণ্য পরিবাহী শিল্প। জাহাজের পণ্য পরিবহণের ভাড়াও অনেকটাই বেড়েছে। ফলে লাভের পরিমাণও বেড়েছে।

এভারগ্রিন মেরিন কর্পোরেশন সূত্রে খবর, ২০২২ সালে এভারগ্রিন মেরিন কর্পোরেশন ২০.৭ বিলিয়ন ডলারের বেশি মুনাফা অর্জন করেছে। যা তাদের ২০২০ সালের মোট মুনাফার প্রায় তিনগুণ। এর আগে তাইপের এক সংবাদমাধ্যম জানিয়েছিল, গত ৩০ ডিসেম্বর এভার গ্রীন শিপিং কর্পোরেশনের কিছু কর্মী। ৬৫ হাজারেরও বেশি ডলার পেয়েছেন। যদিও সংবাদমাধ্যমটি সেই সময় তাদের এই তথ্যের সূত্র জানায়নি। তবে এবার এভারগ্রিন কোম্পানির তরফে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

তবে এভারগ্রিন মেরিন কর্পোরেশনের সব কর্মীরা অবশ্য ভাগ্যবান নন। কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছে এভারগ্রিন শিপিং কর্পোরেশনের সাংহাই শাখার কর্মীরা। তাঁদের অভিযোগ, তাঁদের মাসিক বেতনের ৫ বা ৮ ভাগের মাত্র এক ভাগ বোনাস দেওয়া হয়েছে। যদিও কোম্পানির তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।