Vande Bharat: ২ বোতল মদের দামে তৈরি হয়ে যায় গোটা বন্দে ভারত! কীভাবে সম্ভব

Vande Bharat: বর্তমানে দেশের ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ২৮৪টি জেলায় ১০০টি রুটে ১০২টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে। এই ট্রেনের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

Vande Bharat: ২ বোতল মদের দামে তৈরি হয়ে যায় গোটা বন্দে ভারত! কীভাবে সম্ভব
Image Credit source: TV9 Bangla

May 07, 2025 | 12:09 AM

নয়া দিল্লি: দেশের দ্রুততম ট্রেনগুলির মধ্যে অন্যতম বন্দে ভারত ট্রেন। এমন আরামদায়ক রেলযাত্রার অভিজ্ঞতা অন্যান্য দূরপাল্লার ট্রেনে খুব কমই হয়েছে যাত্রীদের। এটি তৈরির খরচও অনেক। তবে অনেকেই জানেন না বন্দে ভারত তৈরি করতে যা খরচ হয়, তাতে দু বোতল মদও হয়ে যেতে পারে।

না, যেমন-তেমন মদ নয়। এমন একটি মদ পাওয়া যায়, যার দুটি বোতলের দাম পুরো বন্দে ভারত ট্রেন তৈরির খরচের সমান। বিশ্বের সবচেয়ে দামি ওয়াইনের তালিকায় রয়েছে ইসাবেলার আইলে। সেই ওয়াইনের একটি বোতলের দাম প্রায় ৫৩ কোটি টাকা। অর্থাৎ ২ বোতলের দাম ১০০ কোটি টাকারও বেশি। আর একটি বন্দে ভারত ট্রেন তৈরি করতেও প্রায় একই টাকা ব্যয় হবে।

রিপোর্ট বলছে, বন্দে ভারত ট্রেনের একটি কোচ তৈরি করতে লাগে ২ থেকে ৩ কোটি টাকা। ১৬টি কোচের একটি সম্পূর্ণ ট্রেন তৈরি করতে লাগে প্রায় ১১০ থেকে ১২০ কোটি টাকা।

উল্লেখ্য, বর্তমানে দেশের ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ২৮৪টি জেলায় ১০০টি রুটে ১০২টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে। এই ট্রেনের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ট্রেনে অনেক রকমের সুযোগ-সুবিধা রয়েছে।