Expired Medicine: মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর রাখতে পারবেন না বাড়িতে, বিরাট নির্দেশিকা জারি করল CDSCO!

Expired Medicine: সিডিএসসিও তাদের সদ্য প্রকাশিত রিপোর্টে ১৭টি ওষুধের একটি তালিকা প্রকাশ করেছে। এই ১৭টি ওষুধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই তারা জানিয়েছে।

Expired Medicine: মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর রাখতে পারবেন না বাড়িতে, বিরাট নির্দেশিকা জারি করল CDSCO!
Image Credit source: Kseniya Ovchinnikova/Moment/Getty Images

Jul 09, 2025 | 4:46 PM

ভারতের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও একটা নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী একাধিক ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরই সেই ওষুধগুলো ডাস্টবিন বা কোনও খোলা জায়গায় না ফেলে ড্রেনে বা কোমডে ফেলে ফ্লাশ করে দিতে বলছে তারা।

সিডিএসসিও তাদের সদ্য প্রকাশিত রিপোর্টে ১৭টি ঝুঁকিপূর্ণ ওষুধের একটি তালিকা প্রকাশ করেছে। এই ১৭টি ওষুধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই তারা জানিয়েছে। তারা আরও বলেছে এই ওষুধগুলোর অপব্যোবহার করলে মানুষ বা অন্য কোনও প্রাণীত মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

এই রিপোর্টে উল্লিখিত ১৭টি ওষুধের মধ্যে রয়েছে ট্যাপেন্টাডল, ডায়াজেপাম, অক্সিকোডোন ও ফেন্টানাইলের মতো ওষুধও রয়েছে। ব্যথা, অ্যাংজাইটি ও সেই ধরণের অন্যান্য চিকিৎসার জন্য এই ওষুধগুলোর প্রয়োজন হয়। সিডিএসসিও বলছে, এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া কেউ ব্যবহার করলে তা অত্যন্ত বিপজ্জনক।

দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই ওষুধগুলো বাড়ির ডাস্টবিনে ফেলে দেওয়া একেবারেই ভাল নয়। এতে মানুষ ও অন্যান্য অনেক প্রাণীর ক্ষতি হতে পারে। আর সেই কারণেই সিডিএসসিও বলেছে ওষুধগুলো ড্রেনে বা পায়খানার কোমডে ফ্লাশ করে দিতে হবে।