Explained: গোলাপি মোড়কেই রোজ লুটে নেওয়া হচ্ছে মেয়েদের! কী এই পিঙ্ক ট্যাক্স? কেন শুধু মেয়েদের থেকেই নেওয়া হয়?

Pink Tax: মহিলাদের অত্যাবশ্যকীয় পণ্যের উপরেও এই পিঙ্ক ট্যাক্স নেওয়া হয়। স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পনেও বসে এই কর। তবে গত বছর সরকার স্যানিটারি প্য়াড থেকে জিএসটি তুলে নিয়েছে। কিন্তু এখনও স্যানিটারি ন্যাপকিন তৈরিতে ব্যবহৃত পণ্যের উপরে ১২ থেকে ১৮ শতাংশ জিএসটি বসে, যার কারণে শেষ পর্যন্ত দাম বেড়েই যায়।

Explained: গোলাপি মোড়কেই রোজ লুটে নেওয়া হচ্ছে মেয়েদের! কী এই পিঙ্ক ট্যাক্স? কেন শুধু মেয়েদের থেকেই নেওয়া হয়?

|

Aug 02, 2025 | 5:02 PM

যারা চাকরি করেন, তাদের প্রশ্ন করলে অনেক মহিলাই উত্তর দেবেন, পুরুষ সহকর্মীর তুলনায় তারা কম বেতন পান। এদিকে কাজ করেন সমান সমান। এই ধরনের বেতন বা পারিশ্রমিক বৈষম্য শুধু ভারত বলে নয়, বিশ্বের অধিকাংশ দেশেই রয়েছে। তবে পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা প্রতিনিয়তই অতিরিক্ত ট্যাক্স দিয়ে চলেছেন, এ কথা কি জানেন? শুধুমাত্র গোলাপী রঙ বা আলাদা পণ্যের মোড়ক তৈরি করে মহিলাদের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। সব জেনেও কেউ কিছু করছে না। কী এই গোলাপি কর বা পিঙ্ক ট্যাক্স, জানেন? একটা সময় ছিল যখন নারীর অধিকার বলে কিছু ছিল না। তাদের না চাকরি করার অধিকার ছিল, না নিজের ইচ্ছা মতো পোশাক পরার স্বাধীনতা। যুগের সঙ্গে সময় বদলেছে। নারীরা অর্জন করেছে তাদের অধিকার। তবে বৈষম্য কি দূর হয়ে গিয়েছে? উত্তরটা হল, না। নারীদের এখনও বৈষম্যের শিকার হন। কোথাও প্রত্যক্ষ, কোথাও পরোক্ষ। এই...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন