
কলকাতা: সোমবারের ক্ষত অনেকটাই সারিয়ে ফেলেছে দালাল স্ট্রিট। মঙ্গলবার সকাল থেকে বেশ চনমনে সেনসেক্স। এদিন বাজার খুলতেই এক লাফে ১২০০ পয়েন্ট বেড়েছে এই সূচকটি। বেড়েছে নিফটি ৫০ও।
মঙ্গলবার, শেয়ার বাজার যখন গতি ধরেছে, সেই আবহে নিজের ‘আসল রূপ’ ফিরে পেয়েছে টাইটানও (Titan)। গতকাল অর্থাৎ সোমবার কার্যত অন্ধকারে ঢেকে গিয়েছিল এই শেয়ার। এক ধাক্কায় পৌঁছে গিয়েছিল নিজের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দামে। পছন্দের শেয়ারের এমন আচরণে রুষ্ট হয়েছিল বিনিয়োগকারীরা। যতই হোক, টাইটান যে বিরাট লাভ দিয়েছে, সেই নিয়ে কোনও সন্দেহই নেই। এই শেয়ারের দাম যখন ২ টাকা ছিল, সেই সময় তা কিনেছিলেন প্রয়াত শেয়ার বাজার বিশেষজ্ঞ রাকেশ ঝুনঝুনওয়ালা। আজ তা পৌঁছে গিয়েছে প্রায় ৩ হাজারের গন্ডিতে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে টাইটানের দাম এসে ঠেকেছে ৩ হাজার ১৫৮ টাকা গন্ডি। যা তার সর্বোচ্চ দামের (৩ হাজার ৮৬৬ টাকা) থেকে ১৬ শতাংশ কম হলেও একদিনে এতটা পরিবর্তন দেখে ‘মন খুশি উর্বশী’ হয়েছে বিনিয়োগকারীদের।
রাতারাতি কীভাবে হাওয়া বদল করল টাইটান?
বিশেষজ্ঞদের অনুমান, টাইটানের ‘পালে হাওয়া’ দিয়েছে তাদের চতুর্থ ত্রৈমাসিকের রিপোর্ট। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বছর প্রতি ২৫ শতাংশ হারে আয় বেড়েছে টাইটানের। এমনকি, শেষ ত্রৈমাসিকে দেশজুড়ে আরও ৭২টি দোকান খুলেছে তারা। প্রকাশিত সেই রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র মার্চ মাসেই টাইটানের গহনার ব্যবসা বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। এছাড়াও সোনার দর বাড়ায় সেই সূত্র ধরে বেড়েছে মূল আয়ও। যা দিনশেষে শেয়ার বাজারেও বড় ফ্য়াক্টর হয়েছে তাদের জন্য।