SBI farm loan: কৃষকদের জন্য সুখবর আনল এসবিআই, কী করতে হবে জানুন

SBI farm loan: সোনার গয়না জমা রেখে এই ঋণ দেওয়া হবে। এক বছরে ১.২৫ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হচ্ছে।

SBI farm loan: কৃষকদের জন্য সুখবর আনল এসবিআই, কী করতে হবে জানুন
ফাইল চিত্র

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 28, 2022 | 3:26 AM

নয়া দিল্লি: কৃষিকেই বলা হয় অর্থনীতির ভিত্তি। অথচ সেই কৃষিকাজেই টাকা জোটানো অনেক সময় কঠিন হয়ে যায়। বিশেষ করে লাভের মুখ দেখতে এত বিনিয়োগ করতে হয়, যা সবার পক্ষে সম্ভব হয় না। সেই কৃষকদের জন্য এবার এক বিশেষ ঋণ নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শুধু খাদ্যশস্য চাষ নয়, পোলট্র, দুধের ব্যবসা, ভেড়াপালন যাঁরা করেন, তাঁরাও এই ঋণ নিতে পারবেন।

স্টেট ব্যাঙ্ক এগ্রি লোন স্কিমে এই ঋণ দেওয়া হচ্ছে। তাঁরা যাতে কৃষিকাজে, পণ্য পরিবহনে, সেচের কাজে করতে পারে। সোনার গয়না জমা রেখে এই ঋণ দেওয়া হবে। এক বছরে ১.২৫ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হচ্ছে। যাঁরা এই সুবিধা পেতে চান তাঁদের বাড়ির কাছের ব্যাঙ্কের শাখায় গিয়ে খোঁজ করতে হবে।

যাঁরা কৃষি জমির মালিক বা যাঁদের জমিতে চাষ হয়, তাঁরা ঋণ নিতে পারবেন। যাঁরে লিজে বা শেয়ারে চাষ করেন, তাঁরাও আবেদন করতে পারবেন। যাঁরা ঋণ নিতে চান, তাঁদের সোনার গয়না জমা রাখতে হবে। ১২ মাসের জন্য এই ঋণ পাওয়া যাবে।