Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.৬% সুদ! কোন ব্যাঙ্কে মিলবে এই সুবিধা?

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৮.৬ শতাংশ সুদ দিচ্ছে। অর্থাৎ সেই স্কিমের অধীনে আপনি ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে তিন বছর পর আপনি ১ লক্ষ ২৯ হাজার টাকা পাবেন।

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.৬% সুদ! কোন ব্যাঙ্কে মিলবে এই সুবিধা?
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 22, 2023 | 4:30 AM

নয়াদিল্লি: অর্থ সঞ্চয়ের জন্য অনেকেই ফিক্সড ডিপোজিটের উপর ভরসা করেন। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিটের উপর সমান হারে সুদ দেয় না। তাই অনেকেরই নজর থাকে কোথায় ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যাবে। সেই খবরই আমরা দেব এই প্রতিবেদনে।

এসবিআই, পিএনবি মতোর বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্কও আকর্ষণীয় সুদের হারে ফিক্সড ডিপোজিটের সুবিধা দেয়। কিন্তু দেশের প্রায় শীর্ষ ১০টি ব্যাঙ্কের থেকেও আকর্ষণীয় সুদের হারে ফিক্সড ডিপোজিটের অফার দিচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। তিন বছর সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটে ওই ব্যাঙ্ক যা সুদ দিচ্ছে তাতে পিছনে পড়েছে প্রথম সারির সমস্ত ব্যাঙ্ক।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৮.৬ শতাংশ সুদ দিচ্ছে। অর্থাৎ সেই স্কিমের অধীনে আপনি ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে তিন বছর পর আপনি ১ লক্ষ ২৯ হাজার টাকা পাবেন। এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিটে সুদ দেয় ৮ শতাংশ। এই প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা রাখলে তিন বছরে তা হবে ১.২৭ লক্ষ টাকা।