
বিমা ক্ষেত্রে এবার একটা বড়সড় বদল আনছে কেন্দ্র। ‘সবকা বিমা সবকি রক্ষা’ বিলের মাধ্যমে এবার এই সেক্টরে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ অনুমোদন পেয়েছে। ২০০০ সালে যে সীমা ছিল মাত্র ২৬ শতাংশ, আজ ২৫ বছর পর তা পৌঁছে গেল ১০০ শতাংশে। কিন্তু সাধারণ গ্রাহক হিসেবে এতে আপনার কী লাভ হবে?
সহজ হিসেব বলছে, গত ২৫ বছরে এই সেক্টরে ৮২ হাজার ৮৪৭ কোটি টাকা বিদেশি লগ্নি এসেছে। এর সিংহভাগই এসেছে ২০১৪ সালের পর। বিমা সংস্থার সংখ্যা ৫৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৩-এ। এবার ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের ফলে এই লগ্নি কার্যত দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা।
IRDAI বা বিমা নিয়ামক সংস্থা এখন অনেক বেশি ক্ষমতাশালী। তাঁদের ফোকাস এখন পলিসি হোল্ডারদের সুরক্ষা এবং স্বচ্ছতার দিকে। বিশেষজ্ঞ মহলের মতে, ২০৪৭ সালের মধ্যে দেশের সব মানুষের কাছে বিমা পৌঁছে দেওয়ার লক্ষে এটাকে একটা বৈপ্লবিক পদক্ষেপ বলাই যায়।
এর সঙ্গে এটাও ঠিক যে এই নতুন আইনের মাধ্যমে দেশের সব মানুষকে বিমার আওতায় নিয়ে আসাই লক্ষ্য। শুধু বিরাট ডিসকাউন্ট দেওয়াই এখানে প্রধান বিষয় নয়। নতুন এই বিলের ফলে আগামী কয়েক বছরে আপনার সুরক্ষার সংজ্ঞাই হয়তো বদলে যাবে।