অবশেষে ভারতে OpenAI, ChatGPT-র প্যারেন্ট কোম্পানি ভারতে খুলতে চলেছে তাদের প্রথম অফিস!

OpenAI, ChatGPT: ব্যবহারকারীর সংখ্যা দিয়ে বিচার করলে চ্যাট-জিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার হল ভারত। গত বছরের তুলনায় এই বছরে সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৪ গুণ।

অবশেষে ভারতে OpenAI, ChatGPT-র প্যারেন্ট কোম্পানি ভারতে খুলতে চলেছে তাদের প্রথম অফিস!
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Aug 22, 2025 | 5:08 PM

অবশেষে ভারতে আসতে চলেছে চ্যাট-জিপিটি। ২২ অগস্ট শুক্রবার, চ্যাট-জিপিটির প্রস্তুতকারক ওপেন-এআই এই বিষয়টা একপ্রকার নিশ্চিত করেছে। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রহণযোগ্যতা যে কী হারে বাড়ছে তা প্রমাণ করে এই খবর। এই সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে তাদের অফিস খোলা আসলে ভারত সরকারের এআই মিশনের প্রতি ওপেন এআইয়ের যে প্রতিশ্রুতি রয়েছে, তা দর্শায়। এ ছাড়াও ‘ভারতের জন্য ও ভারতের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা’ (AI for India, with India) মিশনে সরকারের সঙ্গে অংশীদারিত্বের প্রতিশ্রুতিও কথাও বলে এই পদক্ষেপ।

কিন্তু অফিস খুলছে কোথায়? প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দিল্লিতেই অফিস খুলবে ওপেনও এআই। তবে এই দেশে অফিস খোলায় ওপেন এআই-এর দ্রুত বর্ধনশীল যে গ্রাহক ভিত্তি তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। সংস্থা তাদের দেওয়া বিবৃতিতেই জানিয়েছে এই বিষয়ে।

ব্যবহারকারীর সংখ্যা দিয়ে বিচার করলে চ্যাট-জিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার হল ভারত। গত বছরের তুলনায় এই বছরে সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৪ গুণ। গোটা দেশের একাধিক স্থানীয় ব্যবসা ও প্রতিষ্ঠান ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত কৃষি পরিষেবা, নিয়োগ প্রক্রিয়া সহ একাধিক ক্ষেত্রে ওপেন-এআইয়ের বিভিন্ন টুল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওপেন এআই জানিয়ে দিয়েছে তারা ভারতে তাদের বিভিন্ন পদে সক্রিয়ভাবে নিয়োগ শুরু করেছে। এ ছাড়াও নতুন অফিস ও আগামীতে তারা কী করতে চলেছে তা নিয়ে আগামীতেই ঘোষণা করা হবে বলেই জানিয়েছে ওপেন এআই।