
নয়া দিল্লি: সাধারণ বাজেট পেশ হওয়ার আগে সোমবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা বা ইকনমিক সার্ভে রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পূর্বের অর্থনীতির পরিস্থিতি পর্যালোচনা করে এই সমীক্ষা প্রকাশ করা হয়। প্রতি বার বাজেটের আগে অর্থ মন্ত্রক এই সমীক্ষা প্রস্তুত করে থাকে। দেশের অর্থনৈতিক ক্ষমতা থেকে শুরু করে উন্নয়নের কর্মসূচি এবং সরকারের নীতি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ থাকে এই সমীক্ষায়।
সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রচুর নিয়োগ করা প্রয়োজন। তবেই ভারতীয় অর্থনীতির অগ্রগতি হবে। ২০৩০ বছরে গড়ে প্রায় ৭৮.৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে বলে উল্লেখ রয়েছে সমীক্ষায়। তবেই কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।
অর্থনৈতিক সমীক্ষা পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এটি ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য অর্থনৈতিক সমীক্ষা। জিডিপি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, রাজস্ব ঘাটতি সহ অনেক তথ্য এই সমীক্ষায় রয়েছে।
তথ্য দিয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে দেশের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশ হতে পারে। যেখানে গত অর্থবছরে দেশের প্রবৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ।
সোমবার প্রথমে লোকসভায় ও পরে রাজ্যসভায় আর্থিক সমীক্ষা পেশ করা হয়। সেই সমীক্ষায় মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগের কথা বলেছেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য যথেষ্ট ক্ষমতা রয়েছে ভারতীয় অর্থনীতির। তবে করোনা পরিস্থিতির যে প্রভাব অর্থনীতিতে পড়েছে, তা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তার কথা বলেছেন নির্মলা।