
নয়া দিল্লি: পুরনো দিন থেকে বর্তমান সময় অবধি, আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে অনেকেই ভরসা করেন পোস্ট অফিসের (Post Office) উপরে। একে তো পোস্ট অফিসে বিনিয়োগে সুদের হার বেশি, তার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আর্থিক সুরক্ষাও থাকে। আপনারও যদি পোস্ট অফিসে বিনিয়োগ থাকে, তবে রয়েছে বড় খবর। পোস্ট অফিসে বিনিয়োগের নিয়মে (Post Office Investment Scheme) এসেছে বড় পরিবর্তন। কী এই পরিবর্তন জানেন?
অর্থ মন্ত্রকের তরফে গত মাসেই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের নিয়মে বড় পরিবর্তন আনা হয়। নির্দিষ্ট মেয়াদ পূরণের আগে জমা তহবিল থেকে টাকা তোলার ক্ষেত্রে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। অর্থ মন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী, ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখার পর চার বছরের মেয়াদ পূরণ না হওয়া অবধি টাকা তোলা যাবে না।