
সামনেই পুজো। কিন্তু তাতে কী? পুজোর আগেই একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট নিয়ে দারুণ কিছু অফার দিচ্ছে। ফলে, একটু নিশ্চিন্তে যাঁরা টাকা বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য পোয়াবারো। আবার অনেক ব্যাঙ্ক শুরু প্রবীণ নাগরিকদের জন্য এই ধরনের অফার দিচ্ছে। স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাণহক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে এই তালিকায়।
স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণের জন্য ৩ বছরের ফিক্সড ডিপোজিটে ৮.২৫ শতাংশ হারে রিটার্ন দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের জন্য ৪ বছর ১১ মাসের ফিক্সড ডিপোজিটে এই একই হারে রিটার্ন দেবে তারা। যদিও এই দুই ক্ষেত্রেই বার্ষিক নয়, প্রতি ত্রৈমাসিকে সুদ পুনর্বিনিয়োগ হবে আসলের সঙ্গে। আর সেই কারণে ব্যাঙ্ক ৮.২৫ হারে সুদ দিলেও বছর শেষে সেই রিটার্নের পরিমাণ দাঁড়াবে ৮.৫১ শতাংশ।
এর ঠিক পরই বলা যায় সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কথা। সাধারণের জন্য ৫ বছরের ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৮.২০ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক ৮.৪০ শতাংশ হারে সুদ দেবে তারা। আর প্রতি ত্রৈমাসিকের সুদ আসলের সঙ্গে পুনর্বিনিয়োগ হওয়ায় সাধারণের জন্য কার্যকরী সুদ হবে প্রায় ৮.৪৬ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য তা গিয়ে দাঁড়াবে ৮.৬৭ শতাংশে।
এ ছাড়াও উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণের জন্য ২ বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৬৫ শতাংশ ও শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ১ বছর ৬ মাসের ফিক্সড ডিপোজিটে ৭.৬০ শতাংশ হারে সুদ দিচ্ছে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।