SBI, HDFC, Axis Bank না ICICI – কোন ব্যাঙ্কে ৫ বছরের এফডি করবেন? বেশি সুদ দেয় কারা?

Fixed deposit interest rates: এফডির প্ল্যানগুলির মধ্যে, ৫ বছরের প্ল্যানগুলিতেই সবথেকে বেশি সুদ দেওয়া হয়। ভারতের বিভিন্ন ব্যাঙ্ক, ৫ বছরের এফডিতে বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে কোন ব্যাঙ্কে ৫ বছরের স্থায়ী আমানত করা লাভজনক?

SBI, HDFC, Axis Bank না ICICI - কোন ব্যাঙ্কে ৫ বছরের এফডি করবেন? বেশি সুদ দেয় কারা?
প্রতীকী ছবিImage Credit source: Pixabay

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 12, 2023 | 8:00 AM

কলকাতা: ঝুঁকিহীন এবং লাভজনক বিনিয়োগের বিকল্প হিসেবে স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) লগ্নিকারীদের অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে লগ্নিকারীদের পছন্দের প্ল্যানগুলি হল হল ৫ বছরের মেয়াদের এফডি। এফডির প্ল্যানগুলির মধ্যে, ৫ বছরের প্ল্যানগুলিতেই সবথেকে বেশি সুদ দেওয়া হয়। ভারতের বিভিন্ন ব্যাঙ্ক, ৫ বছরের এফডিতে বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে কোন ব্যাঙ্কে ৫ বছরের স্থায়ী আমানত করা লাভজনক? দেখে নেওয়া যাক ভারতের কয়েকটি বিখ্যাত ব্যাঙ্কের সেরা অফারগুলি –

এসবিআই-এর ৫-বছরের এফডি রেট

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই (SBI) ৫ বছরের স্থায়ী আমানতের জন্য বার্ষিক ৬.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। প্রবীণ নাগরিকরা এই ক্ষেত্রে আরও বেশি সুদ পান। তাঁদের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ।

অ্যাক্সিস ব্যাঙ্কের-এর ৫-বছরের এফডি রেট

অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank), ৫ বছরের স্থায়ী আমানতের জন্য প্রতি বছর ৭ শতাংশ সুদ দিয়ে থাকে। প্রবীণ নাগরিকরা বছরে ৭.৭৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন।

এইচডিএফসি ব্যাঙ্কের ৫-বছরের এফডি রেট

এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক ৫ বছরের স্থায়ী আমানতের জন্য প্রতি বছর ৭ শতাংশ হারে সুদ দেয়। এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা ৫ বছরের স্থায়ী আমানতে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পান।

আইসিআইসিআই ব্যাঙ্কের ৫-বছরের এফডি রেট

আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক ৫ বছরের স্থায়ী আমানতের জন্য প্রতি বছর ৬.৯ শতাংশ হারে সুদ দেয়। প্রবীণ নাগরিকরা বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থকেন।