Nirmala on Pakistan: ‘দেউলিয়া’ হবে পাকিস্তান! এবার আসরে নামলেন নির্মলা সীতারামন
Nirmala Sitharaman on Pakistan: জানা গিয়েছে, ওই বৈঠকে এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সভাপতির সঙ্গে আলোচনার পাশাপাশি ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিয়োরগোত্তিরের সঙ্গে বৈঠক করেন নির্মলা সীতারামন। সেই বৈঠকেও ইতালির প্রতিনিধির কাছে একই আর্জি রাখেন তিনি।

নয়াদিল্লি: সম্ভবনা একটা ছিল। এবার তা বাস্তবায়িত হওয়ার মুখে। যাদের টাকা এত বুলি ফোটে পাকিস্তানের মুখে। এবার সেই টাকার স্রোতেই বাঁধ বসাতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (Asian Development Bank) সভাপতি মাসাতো কাণ্ডার সঙ্গে এক দফা বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বৈঠকে তাঁর কাছে ব্যাঙ্কের তরফে পাকিস্তানের জন্য দেওয়া আর্থিক সহায়তা বন্ধের দাবিও তুলেছেন তিনি।
জানা গিয়েছে, ওই বৈঠকে এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সভাপতির সঙ্গে আলোচনার পাশাপাশি ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিয়োরগোত্তিরের সঙ্গে বৈঠক করেন নির্মলা সীতারামন। সেই বৈঠকেও ইতালির প্রতিনিধির কাছে একই আর্জি রাখেন তিনি।
ইতিমধ্য়ে, অর্থ কষ্টে ভুগছে পাকিস্তান। সেদেশে অবস্থা কতটা কাহিল, তা নিয়ে কোনও সন্দেহের কোনও অবকাশ রাখছেন না বিশেষজ্ঞরা। কিন্তু এরকম অর্থনৈতিক অস্থিতিশীলতা কমছে না তাদের সন্ত্রাস-প্রেম, মত একাংশের। বছর বছর ধরে ‘হতদরিদ্র’ দশা নিয়ে ঋণের টাকায় নানা ভাবে সন্ত্রাসে মদত জুগিয়ে চলেছে তারা। এবার সেই পথটাই বন্ধ করতে চলেছে ভারত। তাই এবার দ্বারস্থ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের দুয়ারে।
শুধু ADB-ই নয়। জানা গিয়েছে, যাদের থেকে ঘনঘন ঋণ নেয় পড়শি দেশ। এবার সেই দুয়ারগুলি বন্ধ করতে কোমর বেঁধে নেমে পড়েছে ভারত। এই সূত্র ধরে কেন্দ্রীয় আধিকারিকরা কথা বলতে চলেছে বিশ্বের সমস্ত মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলির সঙ্গে।
গত সেপ্টেম্বরেই পাকিস্তানের জন্য ৭০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF। একই সময়কালে পড়শি দেশের ৪০০টি প্রকল্পের উন্নয়নের জন্য ৫ হাজার কোটি মার্কিন ডলার বরাদ্দ করে বিশ্ব ব্যাঙ্ক। এমনকি, গত সপ্তাহেও পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে উন্নয়নের জন্য ১০৮ মিলিয়ন ডলার বরাদ্দা করেছে তারা। যা এবার চলতি মাসে থাকা বিশ্ব ব্যাঙ্কের আগামী বৈঠকে বন্ধ করার জন্য আবেদন জানানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি।

