Petrol Pump-এ প্রতারণার হাত থেকে বাঁচতে তেল ভরুন এই নিয়ম মেনে!

Petrol Pump: একটা উপায় রয়েছে। যে উপায় মেনে চললে পাম্পে তেল কিনতে গিয়েও কেউ ঠকবে না।

Petrol Pump-এ প্রতারণার হাত থেকে বাঁচতে তেল ভরুন এই নিয়ম মেনে!
Image Credit source: PTI

Jul 14, 2025 | 2:40 PM

পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে ঠকেননি, এমন ভাগ্যবান ব্যক্তি খুব কমই রয়েছেন। পাম্পে তেল ভরার সময় অনেক পাম্প কর্মী বলেন তেল দেওয়ার মিটারে দেখে নিতে যে শূন্য রয়েছে কি না। তারপর তাঁরা তেল দেওয়া শুরু করেন। কিন্তু এখানেও ঠকে যেতে পারেন অনেকে। কিন্তু একটা উপায় রয়েছে। যে উপায় মেনে চললে পাম্পে তেল কিনতে গিয়েও কেউ ঠকবে না।

আমরা সাধারণত তেল কিনতে গিয়ে বলি, ৫০০ টাকার তেল দিন বা ২০০ টাকার তেল দিন। তারপর পাম্প কর্মীরা তেল দেন। সাধারণভাবে দেখলে এতে ঠকার কোনও জায়গা নেই। কিন্তু এখানেও ঠকে যান অনেকেই। শূন্য থেকে শুরু করে, ১/২/৩ করে না এগিয়ে মিটার রিডিং যদি লাফিয়ে ৬ বা ৭-এ পৌঁছে যায়, তাহলেই বুঝতে হবে গোলমাল রয়েছে।

অনেক ক্ষেত্রেই পাম্পের মেশিনে সেট করা থাকে তেলের পরিমাণ। ফলে ১০০, ২০০ বা ৫০০ টাকার তেল ভরালেই হয় গোলমালটা। এই ধরণের প্রতারণা এড়াতে টাকার বদলে লিটার মেপে তেল ভরা যেতে পারে। তাতে ঠকে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে। আর পেট্রোলের দাম ক্যাশে না দিয়ে ইউপিআই না কার্ডে দিলেই হল। তাহলে আর খুচরো নিয়ে কোনও সমস্যাও থাকবে না।

পেট্রোল পাম্প যদি আপনাকে ঠকায়, তাহলে আপনি অভিযোগও জানাতে পারেন। ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম ও ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের আলাদা আলাদা হেল্পলাইন নম্বর রয়েছে। গুগল সার্চ করলেই সেই নম্বর পাওয়া যাবে। সেই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন আপনি।