Swiggy থেকে খাবার, ২ বছরে খরচ বেড়েছে ৫০০ শতাংশ! এবার বাড়বে আরও অনেকটা!

Swiggy: স্যুইগি বা জোম্যাটোর মতো সংস্থা যে ভাবে হু হু করে নিজেদের ব্যবসা বাড়িয়েছে একই ভাবে বেড়েছে বেশ কিছু খরচও। এই যেমন ধরুন স্যুইগির প্ল্যাটফর্ম ফি।

Swiggy থেকে খাবার, ২ বছরে খরচ বেড়েছে ৫০০ শতাংশ! এবার বাড়বে আরও অনেকটা!
Image Credit source: PTI

Aug 18, 2025 | 7:23 PM

বর্তমান নগর জীবনে স্যুইগি, জোম্যাটোর মতো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ বা সংস্থার প্রভাব বেড়েছে হু হু করে। অফিস ফেরত ক্লান্ত শরীরটা টেনে আবার খাবার কিনতে যেতে আর ইচ্ছা করে না। তার থেকে স্যুইগি, জোম্যাটো করে দিলেন হল। মুহূর্তের মধ্যে খাবার চলে আসবে বাড়ির দোরগোড়ায়। অনেক সময় ক্রেডিট কার্ড ও একাধিক অফারের কারণে বেশ মোটা অঙ্কের লাভ হয় ক্রেতারও।

তবে, স্যুইগি বা জোম্যাটোর মতো সংস্থা যে ভাবে হু হু করে নিজেদের ব্যবসা বাড়িয়েছে একই ভাবে বেড়েছে বেশ কিছু খরচও। এই যেমন ধরুন স্যুইগির প্ল্যাটফর্ম ফি। ২০২৩ সালের এপ্রিলে স্যুইগির প্ল্যাটফর্ম ফি ছিল ২ টাকা। সেই প্ল্যাটফর্ম ফি এখন ৫০০ শতাংশ বেড়ে হয়েছে ১২ টাকা। আগামীতে আবার বাড়তে চলেছে এই প্ল্যাটফর্ম ফি। কী ভাবছেন জোম্যাটো পিছিয়ে রয়েছে? আজ্ঞে না। গত ২ বছরে ৫ দফায় ৪০০ শতাংশ প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে জোম্যাটোও।

এই দুই সংস্থাই নিজেদের প্ল্যাটফর্ম ফি বাড়ালেও তার প্রভাব পড়েনি তাদের বিকিকিনিতে। বিশেষ করে উৎসবের মরশুমের ঠিক আগেই তারা প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দেয় কিছুটা করে। তবে এদের এই দাম বাড়ানোর কারণে একাধিক রেস্তোরাঁও তাদের খাবারের দাম বাড়াতে বাধ্য হয়। পরিসংখ্যান বলছে, অ্যাপের থেকে দোকানে বসে খেলে খরচ ৫০ শতাংশ কম হয়। তবে দিনের শেষ ক্লান মানুষ এত কিছু ভাবতে নারাজ। ওই কিছুক্ষণের জন্য হলেও সই, ভিড় এড়িয়ে খাবার অর্ডার করে বাড়িতে আরামে বসে খেলেই তো হয়। একটু বেশি খরচ হলেই বা, ক্ষতি কী!