১৩ হাজার কোটির বেশি বিদেশি বিনিয়োগ, Repo Rate কমতেই চড়চড়িয়ে বেড়েছে Nifty, Sensex!

Nifty, Sensex Surges: ন্যাশনাল সিকিওরিটিজ ডিপোজিটারি লিমিটেড বা NSDL-এর থেকে প্রাপ্ত তথ্য বলছে জুনের ২৩ থেকে ২৭, মোট ৫ দিনে ১৩ হাজার ১০৭ কোটির বেশি টাকা ভারতের স্টক মার্কেটে ঢেলেছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা।

১৩ হাজার কোটির বেশি বিদেশি বিনিয়োগ, Repo Rate কমতেই চড়চড়িয়ে বেড়েছে Nifty, Sensex!
Image Credit source: PTI

Jun 29, 2025 | 3:58 PM

জুন মাসেই তৃতীয়বারের জন্য রেপো রেট কাট করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। তার ফলে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে সব মিলিয়ে ১০০ বেসিস পয়েন্ট কমেছে রেপো রেট। বর্তমানে ৫.৫ শতাংশে নেমে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার। আর তারপরই জুনের শেষ সপ্তাহে ২৩ তারিখ থেকে ২৭ তারিখের মধ্যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের একটা বড় অংশ ফিরে এসেছে ভারতে।

ন্যাশনাল সিকিওরিটিজ ডিপোজিটারি লিমিটেড বা NSDL-এর থেকে প্রাপ্ত তথ্য বলছে জুনের ২৩ থেকে ২৭, মোট ৫ দিনে ১৩ হাজার ১০৭ কোটির বেশি টাকা ভারতের স্টক মার্কেটে ঢেলেছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। আর এর মধ্যে সোমবার ও শুক্রবার সবচেয়ে বেশি বিনিয়োগ দেখেছে ভারতের বাজার।

জুন মাস বেশ কিছুটা উত্থান পতন দেখেছে ভারতের বাজার। মধ্য প্রাচ্যে উত্তেজনা ও কিছুটা অর্থনৈতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে জুন মাসে শুরুর দিকে একটু টালমাটাল হলেও, মাসের শেষে সব মিলিয়ে ৮ হাজার ৯১৫ কোটি টাকার বিনিয়োগ ঢুকেছে ভারতের বাজারে।

উল্লেখ্য, মে মাসে প্রায় ১৯ হাজার ৮৬০ কোটি টাকার বিনিয়োগ এসেছিল ভারতের ইক্যুইটি বাজারে। যা কি না অঙ্কের বিচারে এই বছর এখনও পর্যন্ত সবচেয়ে ভাল।