Share Market: ধেয়ে আসছে ঝড়! সোমবার শেয়ার বাজার খোলার আগেই বাজল ‘বিপদ ঘণ্টি’

Share Market: তবে এবার কি ঘন অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখবে বিনিয়োগকারীরা? বিশেষজ্ঞদের অনুমান, হয় তো না। যতক্ষণ না বিদেশি লগ্নিকারীরা নিজেদের বিনিয়োগ তুলে নেওয়া বন্ধ করছেন না, ততক্ষণ কোনও আশার আলো নেই বললেই চলে।

Share Market: ধেয়ে আসছে ঝড়! সোমবার শেয়ার বাজার খোলার আগেই বাজল বিপদ ঘণ্টি
শেয়ার বাজারImage Credit source: Getty Image

|

Mar 09, 2025 | 2:14 PM

কলকাতা: ফেব্রুয়ারি মাসে পরপর মহাপতনের পর এবার ধীর চালে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারতীয় শেয়ার বাজার। গত এক সপ্তাহে তুলনামূলক ভাবে ভালই উঠে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে সেনসেক্স। মার্চের শুরুর সপ্তাহে মোট ১২৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। অন্যদিকে, মুখ তুলে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে গিয়েছে নিফটি ৫০ও। গত এক সপ্তাহে ৩৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই সূচকটিও।

তবে এবার কি ঘন অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখবে বিনিয়োগকারীরা? বিশেষজ্ঞদের অনুমান, হয় তো না। যতক্ষণ না বিদেশি লগ্নিকারীরা নিজেদের বিনিয়োগ তুলে নেওয়া বন্ধ করছেন না, ততক্ষণ কোনও আশার আলো নেই বললেই চলে।

এমনকি, এই গোটা সপ্তাহেও হাজার হাজার কোটি টাকার লগ্নি ভারতীয় শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। একটি রিপোর্ট অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহেই ২৪ হাজার ৭৫৩ কোটি টাকার বিনিয়োগ তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। সোমবার বাজার খোলার আগে এই রিপোর্ট শঙ্কার পরিস্থিতি তৈরি করতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনুমান, এই রিপোর্টের জেরে আগামী সপ্তাহে সম্ভবত আরও পড়তে পারে শেয়ার বাজার।

যেখানে গোটা ফেব্রুয়ারি মাসে ৩৪ হাজার ৫৭৪ কোটি টাকা ও জানুয়ারি মাসে ৭৮ হাজার কোটি টাকা তুলেছিল বিদেশি বিনিয়োগকারীরা। সেই তুলনায় মার্চের প্রথম সপ্তাহেই মার্কেট থেকে উধাও হয়ে গেল ২৪ হাজার কোটি টাকার লগ্নি। রিপোর্ট অনুযায়ী, নতুন বছর শুরু হয়ে এখনও পর্যন্ত ১.৩৭ লক্ষ কোটি টাকা তুলে ফেলেছে বিদেশি বিনিয়োগকারীরা।