
একটা সময় চিনে চিনেই সব আইফোন তৈরি হত। তারপর সময় বদলেছে, ভারতেও এখন ফক্সকন, পেগাট্রন ও টাটা গোষ্ঠী আইফোন তৈরি করে। এবং শুধু তৈরি করে বললে সঠিক বলা হবে না। ভারত থেকেই আমেরিকা ও ইউরোপে আইফোন রফতানি করা হয়। আর এবার ভারতে বিপদে ফেলতে মাঠে নেমেছে চিন।
আইফোন তৈরিতে অ্যাপেলের অন্যতম অংশীদার তাইওয়ানের সংস্থা ফক্সকন। আর এই সংস্থার ভারতের কারখানা থেকে প্রায় ৩০০ জন চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে চিন নিজেদের দেশে সরিয়ে নিয়েছে বলেই খবর। গত ২ মাস ধরে এই সরিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। সংবাদসংস্থা ব্লুমবার্গের একটি সূত্র বলছে, চিনা কর্মীরা না থাকায় ভারতের কারখানার কাজে সাপোর্ট দেওয়ার জন্য শুধুমাত্র তাইওয়ানের কর্মীরা থাকবেন। আর এর ফলে, অ্যাপেল আইফোন ১৭-এর প্রস্তুতিতে কিছুটা ধাক্কা খেতে পারে ভারত।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ফক্সকনের কারখানা থেকে চিনের কর্মী প্রত্যাহার কোনও কাকতালীয় ব্যাপার নয়। সংবাদসংস্থা ব্লুমবার্গ বলছে, চিন সরকার তাদের আধিকারিক ও বিভিন্ন সংস্থার উপর চাপ দেওয়া শুরু করেছে যাতে ভারত বা অন্যান্য প্রতিদ্বন্দী দেশ থেকে তারা চিনা কর্মী ও ইঞ্জিনিয়ারদের সরিয়ে নেয়।