Foxconn: প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ অঙ্গীকার ফক্সকন কর্তার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 18, 2023 | 7:02 PM

Birthday Gift: প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের বড় উপহার দেওয়ার অঙ্গীকার করে ফক্সকন কর্তা টুইটারে লিখেছেন, "আপনার উপস্থিতিতে আমরা কঠোর পরিশ্রম করব এবং জন্মদিনের বড় উপহার দেব।" কর্মসংস্থান ও এফডিআই দ্বিগুণ করে ভারতের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে ফক্সকন কাজ করবে বলেও জানান তিনি।

Foxconn: প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ অঙ্গীকার ফক্সকন কর্তার
প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা ফক্সকন কর্তার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: রবিবার ৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বহু মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। ফক্সকন (Foxconn) কর্তা ভি লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি আগামী বছর তাঁকে ‘জন্মদিনের বড় উপহার’ দেওয়ারও অঙ্গীকার করলেন।

বর্তমানে ভারতে আইটি সেক্টর থেকে প্রযুক্তি সংস্থার প্রভূত উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সেকথা উল্লেখ করে টুইট করেছেন ফক্সকন-এর ভারতের অধিকর্তা ভি লি। প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, “আপনার নেতৃত্বে ফক্সকন খুব সহজে এবং দ্রুতগতিতে ভারতে এগিয়ে চলেছে।” একইসঙ্গে আগামী বছর প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের বড় উপহার দেওয়ার অঙ্গীকারও করে ফক্সকন কর্তা টুইটারে লিখেছেন, “আপনার উপস্থিতিতে আমরা কঠোর পরিশ্রম করব এবং জন্মদিনের বড় উপহার দেব।” কর্মসংস্থান ও সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) দ্বিগুণ করে ভারতের ব্যবসা বৃদ্ধি করার লক্ষ্যে ফক্সকন পরিশ্রম করবে বলেও অঙ্গীকার করেন ভি লি।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থা ফক্সকন। সম্প্রতি ভারতে, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে ফক্সকন উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। সম্প্রতি গুজরাটে একটি সেমিকন্ডাক্টর উৎপাদন সংস্থা তৈরির উপর জোর দিয়েছে। এটি হলে ভারতে ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে। বিশ্বের ইলেকট্রনিক্স শিল্পে ভারতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও এগিয়ে চলেছে এই সংস্থা। সবমিলিয়ে, দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং প্রযুক্তিগত অগ্রগতিকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে ফক্সকন।

Next Article