নয়া দিল্লি: মার্চ মাস শেষ হতে আর ৬ দিন মাত্র বাকি। চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মার্চ মাস (March)। কারণ এই মার্চ মাসেই অর্থবর্ষ শেষ হয়ে যায়। প্রত্যেক মাসের শুরুতেই বেশ কিছু নিয়মে পরিবর্তন আসে, তবে এপ্রিল মাস বাকি মাসগুলির তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ (New Finsncial Year) শুরু হয়। এই এপ্রিল মাস থেকে আয়কর (Income Tax) সংক্রান্ত নিয়মে যেমন পরিবর্তন আসতে চলেছে, তেমনই আবার এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দামেও বড় পরিবর্তন আসতে পারে। একনজরে দেখে নেওয়া যাক এপ্রিল মাস থেকে কী কী নিয়মে পরিবর্তন আসবে-
চলতি বছরের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটেই অর্থমন্ত্রী ঘোষণা করেন যে নতুন কর কাঠামোয় বার্ষিক ৭ লক্ষ টাকা অবধি আয়ের উপরে করে ছাড় মিলবে। একইসঙ্গে এই নতুন কর পরিকাঠামোয় ৫০ হাজার টাকা অবধি ছাড় মিলবে। অর্থাৎ দুই মিলিয়ে সর্বোচ্চ সাড়ে ৭ লক্ষ টাকা অবধি আয়ের উপরে করছাড় মিলবে।
১ এপ্রিল থেকে দেশে চালু হবে নতুন কর কাঠামো। বাজেট পেশ করার সময়ই এই কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ এবার থেকে আয়কর জমা দেওয়ার জন্য আপনাকে নতুন কর পরিকাঠামো মানতে হবে। তবে কেউ যদি চান, তবে পুরনো কর কাঠামোতেও আয়কর জমা দিতে পারেন।
সোনা আসল কি না, তা পরখ করা হয় হলমার্ক দেখেই। তবে সোনার হলমার্ক নিয়েও রয়েছে অনেক সংশয়। এই সংশয় দূর করতেই এবার কেন্দ্রের তরফে সোনার হলমার্কিংয়ের নতুন নিয়ম চালু করা হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকেই এই নিয়ম চালু হবে। এবার থেকে সমস্ত আসল সোনার গহনায় আর ৪ ডিজিটের হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে না। তার বদলে সোনার গহনায় ৬ ডিজিট থাকবে।
আগামী ৩১ মার্চের মধ্যেই লিঙ্ক করাতে হবে আধার কার্ড ও প্যান কার্ড। যদি আগামী ৩১ মার্চের মধ্য়ে এই কাজ না করেন, তবে ১ এপ্রিল থেকে প্যান কার্ড বাতিল হয়ে যাবে।
প্রত্যেক মাসের শুরুতেই এলপিজির দাম পুনর্বিবেচনা করা হয়। মার্চ মাসের শুরুতেই ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল। মনে করা হচ্ছে, আগামী এপ্রিল মাসেও এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে।