অনন্তের বিয়ে থেকে রিলায়েন্সের কোনও ডিল, এই ব্যক্তির পরামর্শ ছাড়া কোনও সিদ্ধান্তই নেন না অম্বানী! কেন?

Mukesh Ambani: ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে পণ্ডিত চন্দ্রশেখর শর্মার। শুধু অম্বানী পরিবার নয়, বলিউডের প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে গায়ক সোনু নিগমের মতো ব্যক্তিত্বরাও তাঁর থেকে পরামর্শ নিয়েছেন।

অনন্তের বিয়ে থেকে রিলায়েন্সের কোনও ডিল, এই ব্যক্তির পরামর্শ ছাড়া কোনও সিদ্ধান্তই নেন না অম্বানী! কেন?
মুকেশ অম্বানী ও পণ্ডিত চন্দ্রশেখর শর্মা।Image Credit source: X

|

May 19, 2025 | 8:30 AM

মুম্বই: দেশ তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। বছর বছর তার সম্পত্তি বেড়েই চলেছে। এর পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। তবে ঈশ্বরেও বিশ্বাসী অম্বানী পরিবার। তাই কোনও অনুষ্ঠান হোক বা কোম্পানির কোনও বড় সিদ্ধান্ত, এক পণ্ডিতের পরামর্শ ছাড়া সিদ্ধান্তই নেন না তারা। অম্বানী পরিবারে এই পণ্ডিতজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কে তিনি জানেন?

অম্বানী পরিবার চোখ বুজে ভরসা করেন পণ্ডিত চন্দ্রশেখর শর্মার উপরে। বহু বছর ধরে তাঁর সঙ্গে সম্পর্ক। পুজোপাঠ থেকে শুরু করে বিয়ে বা পারিবারিক কোন অনুষ্ঠান, পণ্ডিত চন্দ্রশেখর শর্মাই শুভ দিনক্ষণ ঠিক করে দেন। গত বছর অনন্ত অম্বানীর বিয়েতেও তাঁকে দেখা গিয়েছিল। আবার মুম্বই ইন্ডিয়ানস টিমের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, পণ্ডিত চন্দ্রশেখর শর্মা শুধু পুজোপাঠ করেন না, তিনি জ্যোতিষী, পরামর্শদাতা ও ওয়েলনেস মেন্টরও বটে। তাঁর নিজস্ব ওয়েবসাইট রয়েছে pujahoma.com নামে। ব্যক্তিগত কোনও সমস্যা হোক বা কর্মক্ষেত্রে জটিলতা, তিনি যাবতীয় সমস্যার সমাধান খুঁজে দেন।

৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে পণ্ডিত চন্দ্রশেখর শর্মার। শুধু অম্বানী পরিবার নয়, বলিউডের প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে গায়ক সোনু নিগমের মতো ব্যক্তিত্বরাও তাঁর থেকে পরামর্শ নিয়েছেন। রিলায়েন্সের নতুন কোনও প্রজেক্টের কাজের সময়ও অম্বানীরা তাঁর পরামর্শ নেন।