TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Sep 01, 2023 | 5:19 AM
ইলন মাস্ক- টেসলার সিইও তথা এক্স (টুইটারের নতুন নাম) মালিক বিশ্বের সবথেকে বেশি বেতনপ্রাপ্ত সিইও। ২০২২ সালে তাঁর বেতন ছিল ২৩.৫ বিলিয়ন ডলার।
টিম কুক- অ্যাপেলের সিইও বিশ্বের দ্বিতীয় বেতন প্রাপ্ত সিইও। ০২২ সালে তাঁর বার্ষিক বেতন ছিল ৯৯,৪২০,০৯৭ ডলার।
সত্য নাদেলা- মাইক্রোসফটের সিইও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও। ২০২২ সালে তাঁর বেতন ছিল ৫৪,৯৪৬,৩১০ মার্কিন ডলার।
রবার্ট স্কারিঞ্জ- ইলেকট্রিক গাড়ির সংস্থা রিভিয়ান অটোমেটিভ-র সিইও রবার্ট স্কারিঞ্জের ২০২২ সালে বেতন ছিল ১.১৫ বিলিয়ন ডলার।
জেফ গ্রিন- ট্রেড ডেস্ক নামক সফটওয়্যার কোম্পানির সিইও জেফ গ্রিন ২০২১ ও ২০২২ সালে বেতন পেতেন ৪২০ মিলিয়ন ডলার।
ভ্লাদিমির টেনেভ- মার্কিন আর্থিক সংস্থা রবিনহুড মার্কেটস ইন্স সংস্থার সিইও ভ্লাদিমিরের বার্ষিক আয় ২০২২ সালে ছিল ৩৯৯ মিলিয়ন ডলার।
জেন সুন হুয়াং- জিপিইউ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া কর্পোরেশনের সিইও জেন সুন ওরফে জেনসেন হুয়াংয়ের বার্ষিক আয় ২৯২.২৫ মিলিয়ন ডলার।
রিড হ্য়াস্টিংস- নেটফিক্সের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও রিডের বার্ষিক আয় ২৫২ মিলিয়ন ডলার।