AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Changes from 1st July: রান্নার গ্যাস থেকে জুতো সংস্থা, ১ জুলাই থেকে কী কী বদলে যাচ্ছে?

Changes from 1st July: আন্তর্জাতিক বাজারে দাম স্থির থাকলে জুলাই মাসে পেট্রল, ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া এলপিজি বা রান্নার গ্যাসের দামও কমতে পারে ১ জুলাই থেকে।

Changes from 1st July: রান্নার গ্যাস থেকে জুতো সংস্থা, ১ জুলাই থেকে কী কী বদলে যাচ্ছে?
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 7:21 AM
Share

জুলাই মাস থেকে বদলে যাবে অনেক নিয়ম। রান্নার গ্যাস থেকে শুরু করে আয়কর, বিভিন্ন ক্ষেত্রে হবে সেই বদল। ১ জুলাই থেকে যে সব বদল হবে, তার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। তাই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়গুলি জেনে নেওয়া জরুরি।

জ্বালানির দামে পরিবর্তন

পেট্রল, ডিজেল থেকে রান্নার গ্যাস- সব জ্বালানির ক্ষেত্রেই দাম পরিবর্তন করতে চলেছে সরকার। আন্তর্জাতিক বাজারে এই সব জ্বালানির দামের উত্থান-পতন চোখে পড়ছে। যদি আন্তর্জাতিক বাজারে দাম স্থির থাকে, তাহলে জুলাই মাসে পেট্রল, ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া এলপিজি বা রান্নার গ্যাসের দামও কমতে পারে ১ জুলাই থেকে।

প্যান-আধার লিঙ্ক

বারবার মেয়াদ বাড়ানো হয়েছে আগে। তবে পরে ৩০ জুন পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় কেন্দ্রের তরফে। অর্থাৎ ৩০ জুনের মধ্যে যাঁরা প্যান-আধার লিঙ্ক করাননি, তাঁদের আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

জুতোর সংস্থার QCO

১ জুলাই থেকে আর খারাপ মানের জুতো বিক্রি করতে পারবে না সংস্থাগুলি। সরকার জুতো সংস্থার জন্য কোয়ালিটি কন্ট্রোল অর্ডার দিয়েছে। অর্থাৎ সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে এটা কিউসিও (QCO) ব্যবহার করতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম মেনে জুতো সংস্থাগুলিকে কিছু নিয়ম ধার্য করে দেওয়া হয়েছে। এবছর এই QCO-র আওতায় পড়বে মোট ২৮টি সংস্থা। পরের বছর আরও ২৭ সংস্থাকে এর আওতায় আনা হবে।

অ্য়াডভান্স ট্যাক্স পেমেন্ট

যাঁরা ১০ হাজার টাকার বেশি ট্যাক্স দেন, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করা জরুরি। না হলে ৩ শতাংশ হারে সুদ দিতে হবে। ৩০ জুন পর্যন্তই ছিল সেই সময়। ১ জুলাই থেকে আর সেই সুযোগ পাবেন না।