Masked Aadhaar থেকে Digital Aadhaar, প্রতারণা রুখতে এবার নয়া সিদ্ধান্ত UIDAI-এর!

Aadhaar Card: আধার কার্ডের মাধ্যমে দুর্নীতি ঠেকাতে আগেই একটা ব্যবস্থা রেখেছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এবার আরও কঠোর ব্যবস্থা নিয়ে আসার কথা জানাল তারা।

Masked Aadhaar থেকে Digital Aadhaar, প্রতারণা রুখতে এবার নয়া সিদ্ধান্ত UIDAI-এর!
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Jun 17, 2025 | 11:13 AM

আধার কার্ড মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্নীতি সামনে এসেছে একাধিকবার। এবার সেই কারণেই নতুন ব্যবস্থা নিতে চলেছে UIDAI। যদিও আধার কার্ডের মাধ্যমে দুর্নীতি ঠেকাতে আগেই একটা ব্যবস্থা রেখেছিল তারা। এবার আরও কঠোর ব্যবস্থা নিয়ে আসার কথা জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।

UIDAI জানিয়েছে এবার কিউআর কোডের মাধ্যমেই গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম। এ ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় পরিবর্তনও করা যাবে ডিজিটাল মাধ্যমেই। তবে, চোখের মণি বা রেটিনা ও আঙুলের ছাপ বদলানো যাবে না ডিজিটাল মাধ্যমে।

দুর্নীতি ও জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তবে, দুর্নীতি ঠেকাতে আগেই মাস্কড আধার নিয়ে এসেছিল তারা। যে আধারে আধার নম্বর সম্পূর্ণ দেখা যায় না। এই ধরনের আধার কোনও প্রতারকের হাতে পড়লেও তা দিয়ে প্রতারণা করা প্রায় অসম্ভব। আর এবার আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ফলে আধার নিয়ে দুর্নীতি বা প্রতারণা যে অনেকাংশে কমবে, তা বলাই বাহুল্য।