Pan Card থেকে tatkal Ticket Booking, একাধিক পরিবর্তন হতে চলেছে এই জুলাই মাস থেকে!

Pan Card: প্যান কার্ড বা তৎকাল টিকিট বুকিংয়ের মতো একাধিক বিষয়ে পরিবর্তন আসতে চলেছে জুলাই মাসে।

Pan Card থেকে tatkal Ticket Booking, একাধিক পরিবর্তন হতে চলেছে এই জুলাই মাস থেকে!

Jun 26, 2025 | 4:37 PM

২০২৫ সালের অর্ধেক শেষ হতে চলল। আর শেষ অর্ধে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। প্যান কার্ড বা তৎকাল টিকিট বুকিংয়ের মতো একাধিক বিষয়ে পরিবর্তন আসতে চলেছে। কিন্তু কীসে কী পরিবর্তন আসতে চলেছে, সেই বিষয়গুলো দেখা নেওয়া যাক বিস্তারিত ভাবে।

প্যান কার্ড

১ জুলাই প্যান কার্ড তৈরির নিয়মে বড় বদল আসতে চলেছে। এবার থেকে প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে সিবিডিটি বা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। এ ছাড়াও প্যান কার্ডের জন্য আধার কার্ডের যাচাইকরণও বাধ্যতামূলক করা হয়েছে।

ট্রেনের টিকিট বুকিং

১ জুলাই থেকে বদলে যেতে চলেছে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম। এবার থেকে টিকিট বুকিংয়ে আধার কার্ড বাধ্যতামূলক করেছে আইআরসিটিসি। আইআরসিটিসির মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করতে আধার যাচাই করতে হবে।

আয়কর ফাইলিং

২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ৩১ জুলাই। বর্তমানে সেই সময়সীমা বাড়িয়ে দিয়েছে সিবিডিটি। সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে।