Make in India Weapons: কানপুরের রাইফেল থেকে বেঙ্গালুরুর ফাইটার জেট, ভারতে তৈরি অস্ত্রের এবার কদর বাড়ছে দেশে-বিদেশে!

Indigenous Weapon: আমেরিকা, ফ্রান্সের মতো দেশ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র আমদানি করে ভারত। এর মধ্যে যেমন রয়েছে বন্দুক তেমনই রয়েছে যুদ্ধ বিমান।

Make in India Weapons: কানপুরের রাইফেল থেকে বেঙ্গালুরুর ফাইটার জেট, ভারতে তৈরি অস্ত্রের এবার কদর বাড়ছে দেশে-বিদেশে!
Image Credit source: PTI

Jun 24, 2025 | 5:11 PM

বিদেশ থেকে আমদানি করা অস্ত্রের উপর এক সময় প্রচণ্ডরকম নির্ভরশীল ছিল ভারত। AK-47, AK-74, AK-203 বন্দুকের জন্য রাশিয়া, SIG Sauer 716 বন্দুকের জন্য আমেরিকা ও Tavor বন্দুকের জন্য ইজরায়েলের উপর নির্ভরশীল ছিল ভারত। কিন্তু বর্তমানে ভারতীয় সেনা অনেক ক্ষেত্রেই ভারতে তৈরি রাইফেল ব্যবহার করছে।

এ ছাড়াও আমেরিকা, ফ্রান্সের মতো দেশ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র আমদানি করে ভারত। এর মধ্যে যেমন রয়েছে বন্দুক তেমনই রয়েছে যুদ্ধ বিমান। কিন্তু ‘আত্মনির্ভর ভারত’ ও ‘মেক ইন ইন্ডিয়া’র অধীনে ভারত বর্তমানে ব্যাটেল ট্যাঙ্ক, মিসাইল, আর্টিলারি, ফাইটার জেট বা সাবমেরিন তৈরি করছে।

হায়দরাবাদ, পুনে, জবলপুর, বেঙ্গালুরু, নাগপুর, কোচির মতো শহর শুধুমাত্র তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসাবে নয়, যুদ্ধস্ত্র তৈরির কেন্দ্র হিসাবেও গড়ে উঠছে। ডিআরডিও (Defence Research and Development Organisation), এইচএএল (Hindustan Aeronautics Limited), বিইএল (Bharat Electronics Limited)-এর মতো সংস্থা বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করছে ও দেশে অস্ত্রশস্ত্র তৈরি করছে।

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস ফাইটার জেট তৈরি হচ্ছে বেঙ্গালুরতে। এই তেজস বর্তমানে ভারতীয় বায়ু সেনায় সার্ভিসে রয়েছে। বর্তমানে তেজসে মার্ক ২ তৈরি করছে হ্যাল।

এ ছাড়াও তামিলনাড়ুর অবদিতে অর্জুন ট্যাঙ্ক স্থল যুদ্ধে শত্রুপক্ষকে মাত করতে ব্যবহার করা হয়। জব্বলপুরের গান ক্যারেজ ফ্যাকট্রি ধনুষ কামান তৈরি করেছে। একে দেশে তৈরি বফর্সও বলা হয়ে থাকে। পাহাড়ি যুদ্ধে কোনও লক্ষ্যবন্তুকে নিখুঁতভাবে আঘাত করতে পারে এই কামান।